জাল নোট চিনতে নয়া সাত চিহ্ন - Duplicate Note
আসল নোট চিনে নিতে এল নয়া ব্যবস্থা। সাতটা নতুন চিহ্ন আনা হল। সব নোট,
বিশেষ করে ১০০০ ও ৫০০ টাকার নোটের ক্ষেত্রে এগুলি ব্যবহার করা হবে। ভারতীয়
রিসার্ভ ব্যাংক নোট মুদ্রণ প্রাইভেট লিমিটেড ও সিকিউরিটি প্রিন্টিং অ্যান্ড
মিন্টিং কর্পোরেশন অফ ইন্ডিয়ার যৌথ উদ্যোগে নোটের ক্ষেত্রে এইসব পরিবর্তন
আনা হয়েছে।
২০১৬-র মে মাসদের মধ্যে এইসব নতুন বৈশিষ্ট্যগুলি নোটে বসানো হবে। তবে সাতটি বৈশিষ্ট্যের সম্পর্কে বিশদে কিছু জানা যায়নি এখনও। ইতিমধ্যেই জাল নোটগুলিকে চিহ্নিত কররা জন্য সমস্ত ব্যাংকগুলিকে নির্দেশ দিয়েছে রিসার্ভ ব্যাংক। ইতিমধ্যেই ৩০ কোটি জাল নোট বাজেয়াপ্ত করা হয়েছে। এই পরিস্থিতিতে অর্থনৈতিক সন্ত্রাস বা ইকোনমি টেরিরিজম বলে আখ্যা দিচ্চে এনআইএ। তাদের দাবি, চোরা পথে ভারতে জাল নোট ঢোকাচ্ছে পাক গোয়েন্দা সংস্থা আইএসআই। নয়া এই রুটের বিষয়েও কেন্দ্রকে জানিয়েছে এনআইএ। এখন আর জাল নোটের ব্যবসা ভারত-পাকিস্তান, নেপাল আর বাংলাদেশের সীমান্তে সীমাবদ্ধ নেই। মালয়েশিয়া, থাইল্যান্ড ও ওমানের মত দেশগুলির সঙ্গেও চলছে ব্যবসা। এইসব থামাতেই এবার আরও কড়া পদক্ষেপ নেওয়া হচ্ছে।
২০১৬-র মে মাসদের মধ্যে এইসব নতুন বৈশিষ্ট্যগুলি নোটে বসানো হবে। তবে সাতটি বৈশিষ্ট্যের সম্পর্কে বিশদে কিছু জানা যায়নি এখনও। ইতিমধ্যেই জাল নোটগুলিকে চিহ্নিত কররা জন্য সমস্ত ব্যাংকগুলিকে নির্দেশ দিয়েছে রিসার্ভ ব্যাংক। ইতিমধ্যেই ৩০ কোটি জাল নোট বাজেয়াপ্ত করা হয়েছে। এই পরিস্থিতিতে অর্থনৈতিক সন্ত্রাস বা ইকোনমি টেরিরিজম বলে আখ্যা দিচ্চে এনআইএ। তাদের দাবি, চোরা পথে ভারতে জাল নোট ঢোকাচ্ছে পাক গোয়েন্দা সংস্থা আইএসআই। নয়া এই রুটের বিষয়েও কেন্দ্রকে জানিয়েছে এনআইএ। এখন আর জাল নোটের ব্যবসা ভারত-পাকিস্তান, নেপাল আর বাংলাদেশের সীমান্তে সীমাবদ্ধ নেই। মালয়েশিয়া, থাইল্যান্ড ও ওমানের মত দেশগুলির সঙ্গেও চলছে ব্যবসা। এইসব থামাতেই এবার আরও কড়া পদক্ষেপ নেওয়া হচ্ছে।
0 comments