বি-টাউনে বুঝি সম্পর্কের ভাঙনের ট্রেন্ড উঠেছে। একের পর এক বিবাহ বিচ্ছেদ ও ব্রেক আপের ঘটনা শোনা যাচ্ছে। এই তালিকায় সর্বেশেষ নাম যোগ হয়েছে...

ব্রেক-আপেই মত মিলল বিরাট-অনুষ্কার!

ব্রেক-আপেই মত মিলল বিরাট-অনুষ্কার!
বি-টাউনে বুঝি সম্পর্কের ভাঙনের ট্রেন্ড উঠেছে। একের পর এক বিবাহ বিচ্ছেদ ও ব্রেক আপের ঘটনা শোনা যাচ্ছে। এই তালিকায় সর্বেশেষ নাম যোগ হয়েছে অভিনেত্রী অনুষ্কা শর্মা ও ক্রিকেট তারকা বিরাট কোহলির। মিডিয়া সূত্রে খবর, ২ বছরের সম্পর্কে এবার ইতি টেনেছেন বিরাট-অনুষ্কা। আর এই সম্পর্কের ভাঙনের পিছনের অন্যতম কারণ হল বিয়ে। সম্পর্ককে পরিণতি দিতে বিয়ে নিয়ে দুজনের মধ্যে মত পার্থক্যের জেরেই এবার সম্পর্ক ভাঙার সিদ্ধান্ত নিলেন দুজনে।
মিডিয়া সূত্রে খবর, ২ বছরের সম্পর্কে এবার ইতি টেনেছেন বিরাট-অনুষ্কা। আর এই সম্পর্কের ভাঙনের পিছনের অন্যতম কারণ হল বিয়ে। সম্পর্ককে পরিণতি দিতে বিয়ে নিয়ে দুজনের মধ্যে মত পার্থক্যের জেরেই এবার সম্পর্ক ভাঙার সিদ্ধান্ত নিলেন দুজনে। [বিরাট কোহলিকে প্রেমের প্রস্তাব রাখি সাওয়ন্তের] বিরাট ও অনুষ্কার মধ্যে যে সমস্যা চলছে তা প্রথম সামনে আসে যখন ইনস্তাগ্রামে অনুষ্কাকে আনফলোড করেন বিরাট। প্রথমে বিষয়টিকে যুগলের মান-অভিমান বলে অনেকেই উড়িয়ে দিয়েছিলেন, কিন্তু বিষয়টি বেশ গুরুতর হয়ে দাঁড়িয়েছে বলেই মনে হচ্ছে। এখনও এই বিষয়ে বিরাট বা অনুষ্কার কেউ মুখ না খুললেও বিরাট ও অনুষ্কার ঘণিষ্ঠ সূত্রের মতে ইতিমধ্য়েই ব্রেক আপ সেরে ফেলেছেন দুজনে। [(ছবি) ডেট নাইটে বিরাট কোহলি-অনুষ্কা শর্মার অদেখা রোমান্টিক মুহূর্ত] শোনা যাচ্ছে ২০১৬ সালেই অনুষ্কাকে বিয়ের প্রস্তাব দেন অনুষ্কা। কিন্তু এখনই বিয়েতে রাজি নন বি টাউনের প্রথম সারির এই অভিনেত্রী। এখনই বিয়ের বন্ধনে না জড়িয়ে নিজের কেরিয়ারেই মনোনিবেশ করতে চান অনুষ্কা। আর তাতেই চটেছেন বিরাট। রণবীর কাপুর এবং ক্যাটরিনা কাইফের ব্রেক আপ, ফরহান আখতার ও অধুনা আখতারের বিচ্ছেদের পর ফের টিনসেল টাউনে ব্রেকআপের ছায়া। আর বিরাট-অনুষ্কার ব্রেক আপের খবর যদি সত্যি হয় তাহলে সেই ছায়াতেই সর্বশেষ ঢাকা পড়লেন বিরাট ও অনুষ্কা।
সোর্স -bengali.oneindia.com

আসল নোট চিনে নিতে এল নয়া ব্যবস্থা। সাতটা নতুন চিহ্ন আনা হল। সব নোট, বিশেষ করে ১০০০ ও ৫০০ টাকার নোটের ক্ষেত্রে এগুলি ব্যবহার করা হবে। ভারতী...

জাল নোট চিনতে নয়া সাত চিহ্ন - Duplicate Note

আসল নোট চিনে নিতে এল নয়া ব্যবস্থা। সাতটা নতুন চিহ্ন আনা হল। সব নোট, বিশেষ করে ১০০০ ও ৫০০ টাকার নোটের ক্ষেত্রে এগুলি ব্যবহার করা হবে। ভারতীয় রিসার্ভ ব্যাংক নোট মুদ্রণ প্রাইভেট লিমিটেড ও সিকিউরিটি প্রিন্টিং অ্যান্ড মিন্টিং কর্পোরেশন অফ ইন্ডিয়ার যৌথ উদ্যোগে নোটের ক্ষেত্রে এইসব পরিবর্তন আনা হয়েছে।
জাল নোট

২০১৬-র মে মাসদের মধ্যে এইসব নতুন বৈশিষ্ট্যগুলি নোটে বসানো হবে। তবে সাতটি বৈশিষ্ট্যের সম্পর্কে বিশদে কিছু জানা যায়নি এখনও। ইতিমধ্যেই জাল নোটগুলিকে চিহ্নিত কররা জন্য সমস্ত ব্যাংকগুলিকে নির্দেশ দিয়েছে রিসার্ভ ব্যাংক। ইতিমধ্যেই ৩০ কোটি জাল নোট বাজেয়াপ্ত করা হয়েছে। এই পরিস্থিতিতে অর্থনৈতিক সন্ত্রাস বা ইকোনমি টেরিরিজম বলে আখ্যা দিচ্চে এনআইএ। তাদের দাবি, চোরা পথে ভারতে জাল নোট ঢোকাচ্ছে পাক গোয়েন্দা সংস্থা আইএসআই। নয়া এই রুটের বিষয়েও কেন্দ্রকে জানিয়েছে এনআইএ। এখন আর জাল নোটের ব্যবসা ভারত-পাকিস্তান, নেপাল আর বাংলাদেশের সীমান্তে সীমাবদ্ধ নেই। মালয়েশিয়া, থাইল্যান্ড ও ওমানের মত দেশগুলির সঙ্গেও চলছে ব্যবসা। এইসব থামাতেই এবার আরও কড়া পদক্ষেপ নেওয়া হচ্ছে।

বাংলাদেশ! অথচ অনেকেই জানে না বাংলাদেশের ঐতিহ্য সম্পর্কে। খাবারে-ভ্রমণে ওপার বাংলার কোনে কোনে ছড়িয়ে আছে ইতিহাস৷ পাওয়া যেতে পারে  বাংলা...

বাংলাদেশের কোন জেলা কোন খাবার জন্য বিশ্বখ্যাত ? এক নজরে জেনে নেই ।।

বাংলাদেশেরবাংলাদেশ! অথচ অনেকেই জানে না বাংলাদেশের ঐতিহ্য সম্পর্কে। খাবারে-ভ্রমণে ওপার বাংলার কোনে কোনে ছড়িয়ে আছে ইতিহাস৷ পাওয়া যেতে পারে  বাংলাদেশ সম্পর্কে ভালো কিছু ধারনা৷ এখানে জানতে পারবেন কোন জেলা কোন খাবারের জন্য, স্থান ও কিসের জন্য বিখ্যাত।

 স্থান ও কিসের জন্য বিখ্যাত

  • ০১) নাটোর : কাঁচাগোল্লা, বনলতা সেন।
  • ০২) রাজশাহী : আম, রাজশাহী সিল্ক শাড়ী।
  • ০৩) টাঙ্গাইল : চমচম, টাংগাইল শাড়ি।
  • ০৪) দিনাজপুর : লিচু, কাটারিভোগ চাল, চিড়া, পাপড়।
  • ০৫) বগুড়া :  দই।
  • ০৬) ঢাকা :  বেনারসী শাড়ি, বাকরখানি।
  • ০৭) কুমিল্লা : রসমালাই, খদ্দর (খাদী)।
  • ০৮) চট্রগ্রাম : মেজবান , শুটকি।
  • ০৯) খাগড়াছড়ি : হলুদ।
  • ১০) বরিশাল : আমড়া।
  • ১১) খুলনা : সুন্দরবন, সন্দেশ, নারিকেল, গলদা চিংড়ি।
  • ১২) সিলেট :  কমলালেবু, চা, সাতকড়ার আচার।
  • ১৩) নোয়াখালী : নারকেল নাড়, ম্যাড়া পিঠা।
  • ১৪) রংপুর : তামাক, ইক্ষু।
  • ১৫) গাইবান্ধা : রসমঞ্জরী।
  • ১৬) চাঁপাইনবাবগঞ্জ : আম, শিবগঞ্জের চমচম, কলাইয়ের রুটি।
  • ১৭) পাবনা : ঘি, লুঙ্গি, পাগলাগারদ।
  • ১৮) সিরাজগঞ্জ : পানিতোয়া, ধানসিড়িঁর দই।
  • ১৯) গাজীপুর : কাঁঠাল, পেয়ারা।
  • ২০) ময়মনসিংহ : মুক্তা-গাছার মন্ডা।
  • ২১) কিশোরগঞ্জ : বালিশ মিষ্টি।
  • ২২) জামালপুর :  ছানার পোলাও, ছানার পায়েস।
  • ২৩) শেরপুর : ছানার পায়েস, ছানার চপ।
  • ২৪) মুন্সীগঞ্জ : ভাগ্যকুলের মিষ্টি।
  • ২৫) নেত্রকোনা : বালিশ মিষ্টি।
  • ২৬) ফরিদপুর : খেজুরের গুড়।
  • ২৭) রাজবাড়ী : চমচম, খেজুরের গুড়।
  • ২৮) মাদারীপুর : খেজুর গুড়, রসগোল্লা।
  • ২৯) সাতক্ষীরা : সন্দেশ।
  • ৩০) বাগেরহাট : চিংড়ি, ষাটগম্বুজ মসজিদ, সুপারি।
  • ৩১) যশোর : খই, খেজুর গুড়, জামতলার মিষ্টি।
  • ৩২) মাগুরা : রসমালাই।
  • ৩৩) নড়াইল : পেড়ো সন্দেশ, খেজুর গুড়, খেজুর রস।
  • ৩৪) কুষ্টিয়া : তিলের খাজা, কুলফি আইসক্রিম।
  • ৩৫) মেহেরপুর : মিষ্টি সাবিত্রি, রসকদম্ব।
  • ৩৬) চুয়াডাঙ্গা : পান, তামাক, ভুট্টা।
  • ৩৭) ঝালকাঠি : লবন, আটা।
  • ৩৮) ভোলা : নারিকেল, মহিষের দুধের দই।
  • ৩৯) পটুয়াখালী : কুয়াকাটা।
  • ৪০) পিরোজপুর : পেয়ারা, নারিকেল, সুপারি, আমড়া।
  • ৪১) নরসিংদী : সাগর কলা।
  • ৪২) নারায়নগঞ্জ : আইভি আফা।
  • ৪৩) নওগাঁ : চাল, সন্দেশ।
  • ৪৪) মানিকগঞ্জ : খেজুর গুড়।
  • ৪৫) রাঙ্গামাটি : আনারস, কাঠাল, কলা।
  • ৪৬) কক্সবাজার : মিষ্টিপান।
  • ৪৭) বান্দরবান : হিল জুস, তামাক।
  • ৪৮) ফেনী : মহিশের দুধের ঘি, সেগুন কাঠ, খন্ডলেরমিষ্টি।
  • ৪৯) লক্ষীপুর : সুপারি।
  • ৫০) চাঁদপুর : ইলিশ।
  • ৫১) ব্রাহ্মণবাড়িয়া  : তালের বড়া, ছানামুখী,রসমালাই।
  • ৫২) মৌলভিবাজার:  ম্যানেজার স্টোরের রসগোল্লা।

হারিয়ে যেতে ইচ্ছে করে অনেক দূরে যেখানে রয়েছে তোমার ভালোবাসার সূখের নীড়। আর সেই নীড়ে কাটিয়ে দিতে চাই শত জনম। আমি কল্পনার সাগরে ভেসে চল...

মধুর বাংলা প্রেমের SMS প্রেমিকা খুশী হবেই ! Love SMS

বাংলা প্রেমের SMS

হারিয়ে যেতে ইচ্ছে করে অনেক দূরে যেখানে রয়েছে তোমার ভালোবাসার সূখের নীড়। আর সেই নীড়ে কাটিয়ে দিতে চাই শত জনম। আমি কল্পনার সাগরে ভেসে চলে জাব, জাব তোমার হৃদয় সৈকতে, তুমি দিবেনা ধরা?
Harie jete esse kore onek dure jekhane royese tomer Valobaser suker nir. ar sei nire katie deta chi soto jonom. ami kolponer sagore vese chole jabo, jabo tomer ridoy soykote, tumi debena dhora?
তুমি কি জান পাখি কেন ডাকে? “তোমার ঘুম ভাংবে বলে। তুমি কি জান ফুল কেন ফুটে? “তুমি দেখবে বলে। তুমি কি জান আকাশ কেন কাদে? “তোমার মন খারাপ বলে। তুমি কি জান তোমাকে সবাই পছন্দ করে কেন? “তুমি খুব ভাল বলে। তুমি কি জান তুমি এত ভালো কেন? “তুমি আমার “বন্দু” বলে।
Tumi ki jano pakhi keno dake? "Tomar ghum vangbe bole". Tumi ki jano full keno fute? "Tumi dekhbe bole". Tumi ki jano akash keno kade? "Tomar mon kharap bole". Tumi ki jano tomake sobai posondho kore keno? "Tumi khub valo bole". Tumi ki jano tumi ato valo keno? "Tumi amar "friend" bole.
শুভ ক্ষন, শুভ দিন। মনে রেখ চির দিন। কষ্ট গুলো দূরে রেখ, স্বপ্ন গুলো পুরন করো, নতুন ভালো স্বপ্ন দেখো, আমার কথা মনে রেখ।
Suvo khon, suvo din. Mone rekho cirodin. Kosto gulo dure rekho, Shopno gulo puron karo, Notun valo shopno dekho, Amar kotha mone rekho.

আকাশ বলে তুমি নীল। বাতাস বলে তুমি বিল। নদী বলে তুমি সিমা হিন। চাঁদ বলে তুমি সুন্দর। ঘাস বলে তুমি সবুজ। ফুল বলে তুমি অবুজ। কিন্তু আমি বলি, “তুমি কেমন আছ?”
Grisser Anarkoli, Borsar Anjoli, Soroter Gitali, Hemonter Mitali, Shiter pitha puli, Bosonter Full koli, Emni kore vore jak jiboner sob pata Guli.
বন্ধু মানে সুখের সাথী। বন্ধু মনে রাগ। বন্ধু মানে দুঃখ সূখের সমান সমান ভাগ। বন্ধু মানে হালকা হেসে চোখের কোনের জল। বন্ধু মানে মনে পরলে একটা ছোট কল।
 Bondhu mane sukher sathe. Bondhu mane rag. Bondhu mane dukkho sukher soman soman vag. Bondhu mane halka hase cokher koner jal. Bondhu mane mone porla ekta choto call.
কিছু কথা কিছু ‍পরিচয়, ক্ষনিকের হয়। কিছু ব্যাথা কিছু সৃষ্টি, ভূলার নয়। কিছু মানুষ কিছু বন্ধু চিরদিনের হয়। “আই মিছ ইউ”।
Kiso kotha kiso poricoy, Khoniker hoy. Kiso betha kiso sristy, Volar noy. Kiso manus kiso bondho, Chero diner hoy. "I Miss You."
নতুন আশা, নতুন প্রান। নতুন সুরে, নতুন গান। নতুন ঊষার, নতুন আলো। নতুন বছর কাটুক ভালো।..........শুভ নববর্ষ........
Natun asa, Natun pran. Natun sure, Natun ghan. Natun ushar, Natun alo. Natun bochor katuk valo...........SHUVO NOBOBORSHO.........
নীল আকাশের মেঘের ভেলায়, ঘাসের উপর শিশির কনায়, প্রজাপতির রঙ্গীন ডানায়, ফালগুনের ফুলের মেলায়, একটা কথা তোমাকে জানাতে চাই >>>>>>>>>> শুভ 1লা বৈশাখ <<<<<<<<<<
Hor dom hoi hoi, Boishakh elo oi, Kolar patay Elish panta. Eshan kone megher barta. Shuvo Noboborsho.
জীবনের রং বড় বিচিত্র, কখনো লাল কখনো নীল। কখনো মুক্ত পাখির মতো। কখনো আবার চুপসে যাওয়া ফুলের মতো। হারিয়ে যায় কত চেনা মুখ। থেকে যায় সুধু অনাবিল সূখ।
Jibonar rong boro bicitro, Kakhono lal kakhono nil. Kakhono mokto Pakhir moto. Kakhono abar cupse jawoa fuler moto. Hariya jay koto cena mukh. Thake jay onabil shuk.
নীল নীলিমায় দূরে কোথায় মন যে হারায় বেকুলতায় মনে পরে যায়। একটা কথা ই মন জানতে চায় অবেলায় অবসরে মনে কি পরে আমায় “আই মিছ ইউ”
Nil nilimay dure kothay mon je haray bakolotay mone pore jay. Akti kotha e mon jantay chay abalay obosoray mine ki pore amay "I Miss You"
ভোরের মিষ্টি রোদের আলোয় মিছ কল দিয়, কান্ত দুপুরে মনে পরলে এসএমএস কর, গভীর নিঝুম রাতে যদি ভয় লাগে তবে ফোন কর ভূতের গল্প শুনাব কেমন।
Vorer misti roder aloy misscall dio, Klanto dupure mone porle sms koro, Govir nijhum rate jode voy lage Tobe phone koro VUTER golpo sunabo kemon.

এক টু কানে শুনো। এক টু আমায় জানো? এক টু সময় দিয়। এক টু খবর নিয়ো? এক টু যখন একা। এক টু দিয়ো দেখা? এক টু নিয়ো খোঁজ। এক টু ভেবো রোজ? এক টু আমায় ডেকো। ভীষন ভালো থেকো???
Ajka tome soneso ke rater bangla khobor kalka nake bristy hobe vijba sara shohor. Vijba abar dalan cotha vijba tomar bare, Dorojata khole rakho aste pare ame.

নতুন সকাল নতুন দিন। শুভ হোক ঈদের দিন। নতুন রাত বাকা চাঁদ। রঙ্গীন হোক ঈদের রাত।
........... ঈদ মোবারক ........
Noton sokal noton din. Shovo hok eider din. Noton rat baka chad. Rogin hok eider 
rat.  ............. EID MUBARAk ..............

ভালোবাসার মাঝে সুক আছে। ভালো থাকার মাঝে কষ্ট আছে। দূরে রাখার মাঝে টান আছে। মনে রাখার মাঝে প্রান আছে। তাই মনে রেখ আমায় চিরদিন।
Sara Khon valo theko, Valobasha mone rekho. Diner bela hashi mukha, Rater bela onek sukha, Nana ronger shapno dekho, Shapner majhe amay rekho. "Happy Valentine Day"

দূর নীলিমায় নয়, আছি তোমার পাশে, খুজে দেখ আমায়, পাবে হৃদয়ের মাঝে, শুনবনা কোন গল্প, গাইবো শুধু গান যে-গান-এ আছে শুধু ভালোবাসার টান......”শুভ ভালোবাসা দিবস”
Dur nilimay noy, Aci tomar pashe, Khoja dekho Amai, Pabe Redoyer maje, Sunbona kono golpo, Gaibo sudu gaan je-gaan-a ase sudu valobasar tan....."Happy Valentine Day"

সকাল তো অনেক হয় বর্ষার মতো নয়, সময় তো অনেক হয় গোধূলীর মতো নয়, রাত তো অনেক হয় পূর্নীমার মতো নয়, বন্ধু তো অনেক হয় তোমার মতো নয়। দয়া করে এসএমএস করো।
Shokal to onek hoy borsar moto noy, Somoy to onek hoy ghodhulir moto noy, Rat to onek hoy pornemar moto noy, Bondho to onek hoy tomar moto noy. Please SMS koro.
কিছু কিছু কবিতা লিখার আগে ভাষা হারিয়ে যায়। কিছু কিছু কথা বলার আগে সময় ফুরিয়ে যায়। কিছু কিছু স্বপ্ন দেখার আগে ঘুম ভেঙ্গে যায়। কিছু কিছু মানুষ আপন হওয়ার আগে দূরে চলে যায়। কেন এমন হয়?
Kisu kisu kobita lekhar age vasa hariye jay. Kisu kisu kotha bolar age somoy furiye jay. Kisu kisu shopno dekhar age ghum vhenge jay. Kesu kesu manus apon howar age dure chole jay. Keno amon hoy?
রাতে জোসনা, দিনে আলো, কেন তোমায় লাগে ভালো? গোলাপ লাল, কোকিল কালো, সবার চাইতে তুমি ভালো। আকাশ নীল, মেঘ সাদা, সবার চাইতে তুমি আলাদা। “শুভ সকাল”
 Rate Josna, Dina alo, Keno tomai lage valo? Golap lal, Kokil kalo, Sobar cheya tome valo. Akash nil,Megh sada, Sobar cheya tome alada. "Shovo Sokal"

টিপ টিপ বৃষ্টির টুপ টুপ শব্দ, ঝির ঝির বাতাসের মৃধু মৃধু গন্ধ। মিট মিট তারাদের লুকু চুরি খেলা, এই নিয়ে ভালো থেকো সারা বেলা.......{শুভ সকাল}
Tip Tip bristir tup tup sobdo, Jhir jhir bataser mridu mridu gondho. Miti miti tarader lukochuri khela, ai niye valo thako sara bela..... {Shovo Sokal}
সূখের জন্য “স্বপ্ন”, দুখের জন্য “হাসি”, দিনের জন্য “আলো”, চাঁদের জন্য “নিশি”, মনের জন্য “আশা”, তোমার জন্য রহিল আমার “ভালোবাসা”.......শুভ সকাল।
Suker jonno "Shopno", Dukher jonno "Hasi", Diner jonno "Alo", Chader jonno "Nishe", Moner Jonno "Asha", Tomar jonno rohelo amar "Valobasha"......Shovo Sokal.

১ টা দিন, ১ টা রাত। আজকে হলো শবে-বরাত। সকলকে দাও নামাজ এর দাওয়াত। আল্লাহ কে ডেকো সারা রাত। মাফ হবে সকল পাপ। তা হলে পাবে জান্নাত। “শুভ শবে-বরাত”
1Ta din, 1 Ta rat. Ajka holo sobe-Borat. Sobai k dao namaz er daoat. ALLAH k dako sara rat. Maf hobe sokol pap. Ta hole pabe Jannat."Shovo Sobe-Borat"
যদি দেখা না হয় ভেবোনা দূরে আছি। যদি কথা না হয় ভেবোনা ভূলে গেছি। যদি না হাসি ভেবোনা অভিমান করেছি। যদি ফোন না করি ভেবোনা হারিয়ে গেছি। মনে রেখো তোমায় আমি ভালোবাসি।
Jodi dekha na hoy Vebona dure aci. Jodi kotha na hoy vabona vule gase. Jodi na hasi vebona oviman koresi. Jodi phone na kori vebona harea gase. Mone rakho tomai ame valobasi.
টিপ টিপ বৃষ্টি পরে। একা বসে আছি ঘরে। তুমি আছো কেমন করে। জানাও আমায় এস এম এস করে। তোমার কথা মনে করে। মেসেজ দিলাম সেন্ট করে।
Tip tip brishti pore. Eka bose achi ghore. Tumi acho kemon kore. Janao amay sms kore. Tumar kotha mone kore. Message dilam sent kore.

আমায় ছুঁয়ো না রে শমন আমার জাত গিয়েছে রামপ্রসাদ সেন আমায় ছুঁয়ো না রে শমন আমার জাত গিয়েছে। যে দিন কৃপাময়ী আমায় কৃপা করেছে...

আমায় ছুঁয়ো না রে শমন আমার জাত গিয়েছে - শ্যামা সঙ্গীত

শ্যামা সঙ্গীত

আমায় ছুঁয়ো না রে শমন আমার জাত গিয়েছে
রামপ্রসাদ সেন

আমায় ছুঁয়ো না রে শমন আমার জাত গিয়েছে।
যে দিন কৃপাময়ী আমায় কৃপা করেছে।।
শোনরে শমন বলি আমার জাত কিসে গিয়াছে।
আমি ছিলেম গৃহবাসী, কেলে সর্বনাশী, আমায় সন্ন্যাসী করেছে।।
মন রসনা এই দুজনা, কালীর নামে দল বেঁধেছে।
ইহা ক’রে শ্রবণ, রিপু ছয়জন, ডিঙ্গা ছেড়ে চলে গেছে।।
যে জোরে একঘরে আমি, সে জোর আমার বজায় আছে।
প্রসাদ বলে বেজাত ম’লে যম যেন আসে না কাছে।।

Download PDF
Download PDF file from here 

ঘর সাজানোর জন্য আপনি কতই না টাকা খরচ করেন৷ কিন্তু খরচ না করে ফেলে দেওয়া জিনিস দিয়ে...

যে ভাবে ফেলে দেওয়া জলের বোতলে সাজিয়ে তুলতে পারেন নিজের ঘর


জলের বোতল

ঘর সাজানোর জন্য আপনি কতই না টাকা খরচ করেন৷ কিন্তু খরচ না করে ফেলে দেওয়া জিনিস দিয়েই আপনি ঘর সাজাতে পারেন একেবারে অন্যরকম করে৷ যেমন প্লাস্টিকের জলের বোতল৷ ইউস অ্যান্ড থ্রো জলের বোতল গুলিকে ফেলে না দিয়ে মনের মতো করে এগুলি দিয়েই সাজিয়ে ফেলুন নিজের ঘর৷ কিংবা আপনার প্রিয় কোনও মানুষের স্পেশাল ডে-তে গিফ্টও করতে পারেন হাতে বানানো জিনিস দিয়ে৷সেরকমই কিছু টিপস রইল আপনার জন্য। [ সাম্প্রতিক আলোচিত কিছু সাধারন জ্ঞান ( প্রশ্ন ও উত্তর সহ ) ]
 
১. রঙ পেনসিলের বাক্স: জলের বোতলকে কাত করে রাখুন৷ এবার উপরের দিকের অংশটির অর্ধেক সমাল করে কেটে নিন৷ এর ফলে একটি বাক্সের আকৃতি তৈরি হবে যার অর্ধেক অংশ ঢাকা থাকবে৷ এরকম কয়েকটি বাক্সের মধ্যে আপনি বিভিন্ন রঙের রঙপেনসিল সাজিয়ে রাখতে পারেন৷1
২. ল্যাম্প: বোতলটিকে প্রথমে উল্টে নিন৷ এবার বোতলকে সোজা করে রাখলে যে অংশ মাটিতে লেগে থাকে সেই অশকে কেটে নিন৷ কোল্ড ড্রিংকের বোতল হলে ওই অংশ কাটলে একটি ফুলের মতো আকার তৈরি হবে৷ এইভাবে অনেকগুলি বোতল কেটে নিয়ে সবগুলিকে এমনভাবে জুড়ে নিন যাতে তা একটি নির্দিশ্ট আকার পায়৷ গোল অথবা চৌকো৷ এবার সেটিকে একটি স্ট্যানড ল্যামপের বাল্বের উপরে বসিয়ে দিন৷ আপনার হ্যান্ড মেড ল্যাম্প রেডি৷
2
৩. পর্দা: অনেকগুলি বোতলের তলার দিকের অংশ একইভাবে কেটে নিন৷ এবার ওই কেটে রাখা অংশ গুলিকে একটি লম্বা সুতোয় কিছুদুর অন্তর গেঁখে নিন৷ অনেকগুলি সুতো পরপর গেঁথে সুতোর উপরের অংশকে একটি শক্ত দড়ির সঙ্গে বেঁধে নিন৷ এবার এটি ঝুলিয়ে দিন আপনার ব্যালকনির দরজার সামনে৷ এতে আপনার ব্যালকনির সামনে একটি সুন্দর ভিউ তৈরি হবে৷
3
৪. নাইট ল্যাম্প: অনেকগুলি বোতলের তলার দিকের অংশ একইভাবে কেটে নিন৷ এবার সেগুলিকে লম্বা কয়েকটি সুতোয় গাঁথুন৷ এবার সেগুলিকে একটি গোল কোনও সিডি বা চাকতিতে পরপর গেঁথে নিন৷ একটি গোল ঝালোর তৈরি হলে সেটির মঝে বাল্ব রেখে উপর থেকে ঝুলিয়ে দিন৷ আপনার ঘরের সৌন্দর্যই পাল্টে যাবে৷ এটি আপনি আপনার ডাইনিং স্পেসেও রাখতে পারেন৷4
৫. শেড: আপনার ছাদে কোনও বসার জায়গা থাকলে বা বাড়ির সামনে বাগান থাকলে সেখানে শেড তৈরির ক্ষেত্রে ব্যবহার করতে পারেন জলের বোতল৷ বোতলের তলারদিকের উঁচু অংশগুলিকে পোস্টার রঙ দিয়ে আলাদা আলাদা রঙ করে নিন৷ এবার চারপাশে চারটি লম্বা স্ট্যান্ড পুতে নিন৷ এবার এক স্ট্যান্ড থেকে অন্য স্ট্যান্ডে অনেকগুলি লম্বালম্বি এবং আড়াআড়িভাবে সুতো বেঁধে নিন৷ এরপরে ওই সুতোর সঙ্গে বোতলের মুখগুলি বেঁধে নিন৷ তাহলেই তৈরি আপনার মাল্টি কালার শেড৷[ সাম্প্রতিক আলোচিত কিছু সাধারন জ্ঞান ( প্রশ্ন ও উত্তর সহ ) ]5
৬. হ্যাঙ্গিং গার্ডেন: কয়েকটি সমান বোতলকে কাত করে শুয়ে নিন৷ এবার উপরের দিকে যে অংশ রয়েছে তার মঝের কিছু অংশ কেটে নিন৷ এবার বোতল কাত করে রেখে সামনের এবং পিছনের অংশকে শক্ত তার দিয়ে গেঁথে দিন৷ একই তারে পরপর দুই থেকে তিনটি বোতল এইভাবে রাখুন৷ এবার ওই বোতলের ফঁকা অংশে মাটি দিয়ে তাতে ছোট ছোট বাহারী ফুলের গাছ লাগিয়ে ঝুলিয়ে দিন৷ আপনার হ্যাংগিং গার্ডেন রেডি৷6
৭. অর্নামেন্ট স্ট্যান্ড: বোতলের তলার দিকের অংশগুলি কেটে রাখুন৷ এবার ওই কাটা অংশের মধ্যিখানের অংশকে গোল করে কেটে নিন৷ এবার একটি লম্বা স্ট্যান্ডকে ওই গোল করে কাটা ফাঁকা অংশ দিয়ে ঢুকিয়ে দিন৷ নির্দিশ্ট তফাতে ওই অংশগুলিকে রাখুন৷ এবার কয়েকটি বাটির মতো অংশ তৈরি হলে তাতে আপনি রাখতে পারবেন আপনার পছন্দের গয়না৷7
৮. মোম স্ট্যান্ড: বোতলের মুখের কাছের সরু অংশ সমেত কিছুটা মোটা অংশ কেটে নিন৷ দুটি বোতলের মুখকে মুখোমুখি জোড়া লাগিয়ে দিন৷ এতে দুইদিকেই দুটি স্ট্যান্ডের মতো অংশ তৈরি হবে৷ এতি আপনি রাখতে পারেন মোমবাতি৷8
সোর্স- kolkata24x7.com

Advertisement