হস্তমৈথুন। আপাদমস্তক গোপনীয়তায় মোড়া এই শারীরবৃত্তিয় অভ্যাসটি ঘিরে নানা ভ্রান্ত ধারণা রয়েছে যুব সমাজে। হস্তমৈথুন নিয়ে খোলাখুলি আলোচনায় সমা...

শরীর FIT রাখে হস্তমৈথুন, বলছে সমীক্ষা

 হস্তমৈথুন। আপাদমস্তক গোপনীয়তায় মোড়া এই শারীরবৃত্তিয় অভ্যাসটি ঘিরে নানা ভ্রান্ত ধারণা রয়েছে যুব সমাজে। হস্তমৈথুন নিয়ে খোলাখুলি আলোচনায় সমাজ আরোপিত সংস্কারের জেরে বহু যুবক, যুবতীর মনে একাধিক প্রশ্ন ঘুরপাক খেলেও, কোনও ভাবেই তার বৈজ্ঞানিক উত্তর মেলে না।
হস্তমৈথুন শরীরের পক্ষে ভালো, না খারাপ? যৌন জীবনে কি কোনও কুপ্রভাব পড়ে? এহেন যাবতীয় প্রশ্নের উত্তর দিলেন মার্কিন চিকিত্‍সা বিজ্ঞানীরা। যার নির্যাস, হস্তমৈথুনের প্রচুর উপকারিতা রয়েছে। তাঁরা একযোগে জানাচ্ছেন, হস্তমৈথুনের কোনও কুপ্রভাব যৌন জীবনে পড়ে না।
শরীর FIT রাখে হস্তমৈথুন, বলছে সমীক্ষা

মনের মধ্যে থাকা যাবতীয় প্রশ্নের উত্তরের খোঁজ পেতে ইন্টারনেটের দ্বারস্থ হয় বহু কিশোর-কিশোরী। অন্তর্জালের দুনিয়াতেও তারা বিভ্রান্ত হয়ে যায়, নানা পরামর্শে। তাই দিনের শেষে সঙ্গী সেই বিভ্রান্তি-ই। চিকিত্‍সকরা জানাচ্ছেন, যৌন চেতনার সুস্থ বিকাশের জন্য হস্তমৈথুন একটি স্বাভাবিক প্রক্রিয়া। এটা নিয়ে রাখঢাক করার কিছু
নেই। মার্কিন সমীক্ষায় দেখা গিয়েছে, ৯৪ শতাংশ পুরুষ ও ৮৫ শতাংশ মহিলা নিয়মিত হস্তমৈথুন করেন। কিন্তু তাদের কারও ধারণা, হস্তমৈথুন করলে দৃষ্টিশক্তি ধীরে ধীরে ক্ষীণ হয়ে যায়। কারও আবার ধারণা, যৌন উত্তেজনা কমতে থাকে, বন্ধ্যাত্বের শিকার হতে হয়। কিন্তু এগুলি সবই যে আদতেই ভুল ধারণা, তা-ই জানাচ্ছেন চিকিত্‍সকরা।

কী কী উপকারিতা রয়েছে হস্তমৈথুনের?

  • চিকিত্‍সকরা জানাচ্ছেন, মহিলাদের ক্ষেত্রে হস্তমৈথুন যোনি পথ ও মূত্রনালীতে সংক্রমণ রুখতে সাহায্য করে। সার্ভিক্যাল ফ্লুইডে নানা ব্যাক্টেরিয়াকে শরীর থেকে বের করতে সাহায্য করে।
  • ডায়াবেটিস আক্রান্ত হওয়ার সম্ভাবনা কমিয়ে দেয় হস্তমৈথুন। উদ্বেগ কমায়। অনিদ্রা কাটাতেও সাহায্য করে।
  • পুরুষদের ক্ষেত্রে হস্তমৈথুনের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপকারিতাটি হল, প্রস্টেট ক্যানসারের সম্ভাবনাকে অনেকটাই কমিয়ে দেয় হস্তমৈথুন। বীর্যের সঙ্গেই বেরিয়ে যায়
  • প্রস্টেটের অনেক ব্যাক্টেরিয়া।
  • অবসাদ কমাতেও সাহায্য করে হস্তমৈথুন।
  • হস্তমৈথুনের ফলে যৌন জীবনে কুপ্রভাব পড়ে। এমন ধারণার যাঁরা বশবর্তী, তাঁদের জন্য মার্কিন চিকিত্সকরা জানাচ্ছেন, অর্গাজমের সময় বাড়াতে হস্তমৈথুনের চেয়ে ভালো ওষুধ কমই আছে।
এছাড়াও হস্তমৈথুনের অন্যান্য উপকারিতাগুলি হল, রক্তচাপ কমায় ও একই সঙ্গে গাঁটের ব্যথাও কমায়। তথ্যসূত্র - http://mlife.mtsindia.in

সৌরশক্তি-চালিত বিমানে চড়ে বিশ্ব পরিভ্রমণের এক অভিযান শুরু হয়েছে। সোলার ইমপ্যাক্ট-২ নামে এই বিমানটি আবুধাবি থেকে ডানা মেলেছে ওমানের রাজধানী...

বিশ্ব পরিভ্রমণে ডানা মেলেছে সৌর বিমান - BBC Bangla

সৌরশক্তি-চালিত বিমানে চড়ে বিশ্ব পরিভ্রমণের এক অভিযান শুরু হয়েছে।
সোলার ইমপ্যাক্ট-২ নামে এই বিমানটি আবুধাবি থেকে ডানা মেলেছে ওমানের রাজধানী মাস্কাটের উদ্দেশ্যে।
বিশ্ব পরিভ্রমণে ডানা মেলেছে সৌর বিমান

আগামী পাঁচ মাস ধরে বিমানটি মহাদেশ থেকে মহাদেশে পাড়ি দেবে।
পথে বিভিন্ন দেশে সেটি থামবে, প্রয়োজনে মেরামত চালানো হবে এবং সৌরশক্তির সুফল সম্পর্কে প্রচারািভযান চালানো হবে।
এই অভিযানের নায়ক দুই সুইস নাগরিক -- অন্দ্রে বোর্সবার্গ এবং বার্নার্ড পিকার্ড।
বিমানটি এতই ছোট যে মাত্র একজন লোক এতে চড়তে পারে।
এই মুহূর্তে বিমনাটি চালাচ্ছেন অন্দ্রে বোর্সবার্গ। পরে মি. পকিার্ড এর নিয়ন্ত্রণভার হাতে তুলে নেবেন।
রওনা হওয়ার আগে মি. বোর্সবার্গ কথা বলেছিলেন বিবিসির সাথে। তিনি জানান, বিশ্ব পরিভ্রমণের সময় বিমনাটিকে প্রশান্ত এবং আটলান্টিক মহাসাগরও পাড়ি দিতে হবে।
আবুধাবি থেকে মাস্কাটের দুরত ৪০০ কি.মি। এই পথ পাড়ি দিতে বিমানটির সময় লাগবে ১২ ঘন্টা।
বিমনাটির যাত্রাপথের হদিশ ইন্টারনেটে সরাসরি সম্প্রচার করা হচ্ছে।
তথ্যসূত্র -www.bbc.co.uk/bengali

লবণ একটি অতি প্রয়োজনীয় জিনিস। প্রতিদিন তা আমাদের প্রয়োজন। লবণে আয়োডিন থাকে যা আমাদের দেহের জন্য খুব প্রয়োজনীয়। কিন্তু বাজারে আয়োডিন ছাড়া লব...

লবণে আয়োডিন আছে কি না পরীক্ষা ?

লবণ একটি অতি প্রয়োজনীয় জিনিস। প্রতিদিন তা আমাদের প্রয়োজন। লবণে আয়োডিন থাকে যা আমাদের দেহের জন্য খুব প্রয়োজনীয়। কিন্তু বাজারে আয়োডিন ছাড়া লবণ অনেক ব্যাবসায়ী আয়োডিন আছে বলে বিক্রি করে। তাই আপনি যদি তা সনাক্ত করতে চান তাহলে আপনাকে নিচের পদ্ধতি অনুসরন করতে হবে:


লবণে আয়োডিন আছে কিনা পরীক্ষা 

১। লবণ ক্রয় করুন।
২। ভাল লেবু দরকার।
৩। লেবু সামান্য লবণে কয়েক ফোঁটা দিন।
 
কিছুক্ষনের মাঝে যদি লবণ যদি নীল না হয় তবে বুঝতে হবে লবণ এ আয়োডিন নেই।

পেঁয়াজ আমার সকলেই চিনি। কিন্তু পেঁয়াজ কাটলে চোখ ও নাক দিয়ে জল পরে ? তার উত্তর অনেকের অজানা। বাড়িতে নানা রকম কাজের অভিজ্ঞতা আমাদের সবারই আছে।...

কেন পেঁয়াজ কাটলে চোখে দিয়ে জল পড়ে এবং কিভাবে নিরাময়ের করবেন !!!!

পেঁয়াজ আমার সকলেই চিনি। কিন্তু পেঁয়াজ কাটলে চোখ ও নাক দিয়ে জল পরে ? তার উত্তর অনেকের অজানা। বাড়িতে নানা রকম কাজের অভিজ্ঞতা আমাদের সবারই আছে। এর মাঝে বিব্রতকর একটি হলো যখন আমরা পেঁয়াজ কাটি আর অনবরত চোখ দিয়ে জল পড়ে; এছাড়াও নাকের জল, চোখের জল মিলেমিশে  একাকার।
এটিও পড়ুন - কিভাবে অনলাইনে সহজে কম্পিউটার থেকে টাকা আয় করা যায়।
এর পেছনে কি কাজ করে? আমার অনেকেই জানি না। সেটি হল সালফিউরিক এসিড। চলুন জেনে নেয়া যাক পেঁয়াজ কাটার সময় চোখ দিয়ে জল পড়ার বৈজ্ঞানিক ব্যাখ্যাটি।
কেন পেঁয়াজ কাটলে চোখে জল পড়ে এবং কিভাবে নিরাময়ের করবেন !!!!

পেঁয়াজ কাটার সময় আমরা আসলে তার অসংখ্য কোষকেই কাটি। ফলে কোষের ভেতরে থাকা পদার্থগুলো মুক্ত হয়ে যায়। কোষে থাকা অ্যামিনো এসিড সালফোক্সাইড তখন তৈরী করে সালফেনিক এসিড। কোষের ভেতরে থাকা বিভিন্ন এনজাইম সালফেনিক এসিডের সাথে বিক্রিয়া করে তৈরী করে Propanethiol S-oxide নামক সালফারের একটি উদ্বায়ী যৌগ। এই Propanethiol S-oxide বাতাসে ভেসে চলে আসে আমাদের চোখের কাছে। পরে তা চোখের জলীয় অংশের সাথে বিক্রিয়া করে তৈরী করে সালফিউরিক এসিড। আর এই এসিডের কারণেই আমাদের চোখে জ্বলাপোড়ার অনুভুতিটুকু আসে। তখন চোখের ভেতরে থাকা এসিডকে দূর করে দিতেই মূলত চোখ থেকে জল বের হয়। এতদিন আমরা জানতাম বিভিন্ন প্রাণীর কথা যারা নিজেদের রক্ষার্থে নানা উপায় অবলম্বন করে। আর আমরা আমাদের চোখকে বাঁচাতে কি করি? কান্নাকাটি…রান্না করার সময় আবার এনজাইমগুলো নিষ্ক্রিয় হয়ে যায়। ফলে তখন গন্ধ আরো তীব্র হলেও বা চোখে আরো বেশি ধোঁয়া আসলেও আর আমাদের চোখ দিয়ে জল পড়ে না।

কিভাবে জল পড়া থেকে নিরাময় পাবো ?

কাটার আগে কিছু সময় ফ্রিজে রেখে নিলে, নিরাপত্তা গগলস পড়ে পেঁয়াজ কাটলে অথবা কাটার সময় শুধু ফ্যান চালিয়ে রাখলেই আমরা এই ঝামেলা থেকে মুক্তি।

জিন প্রযুক্তি ব্যবহার করে সম্পূর্ণ নতুন এক ধরণের ওষুধ তৈরির এক গবেষণা প্রকল্প শুরু করেছে ফার্মাসিউটিক্যাল প্রতিষ্ঠান এ্যাস্ট্রাজেনেকা। বলা ...

ওষুধ তৈরির নতুন প্রযুক্তি

জিন প্রযুক্তি ব্যবহার করে সম্পূর্ণ নতুন এক ধরণের ওষুধ তৈরির এক গবেষণা প্রকল্প শুরু করেছে ফার্মাসিউটিক্যাল প্রতিষ্ঠান এ্যাস্ট্রাজেনেকা। বলা হচ্ছে এর ফলে ক্যান্সার, হৃদরোগ আর ডায়াবেটিস রোগের চিকিৎসার ক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন ঘটবে।
ওষুধ তৈরির নতুন প্রযুক্তি


এর ফলে ডাযাবেটিস, হৃদরোগ এবং অনেক ধরণের ক্যান্সারের চিকিৎসায় বৈপ্লবিক অগ্রগতি ঘটবে বলে বিজ্ঞানীরা বলছেন।

এমন এক পদ্ধতিতে এই ওষুধ তৈরির গবেষণা চলছে যা আগে কখনো হয়নি। ক্রিস্প-আর নামের এই পদ্ধতিতে মানবদেহের জিনের যে উপাদানগুলো এক একটি বিশেষ রোগ সৃষ্টি করে - তা আলাদা করে তার ওপর ওষুধগুলো কাজ করে কিনা তা পরীক্ষা করে দেখা হবে।
ক্রিস্পআর প্রযুক্তি

বিবিসির বিজ্ঞানবিষয়ক সংবাদদাতা পল্লব ঘোষ বলছেন, "আপনি একটা আইভি ফুলের লতার কথা চিন্তা করুন। মনে করুন, পুরো লতাটা হচ্ছে যেন একটা ডিএনএ, আর এর পাতাগুলো যেন এক একটা জিন। যখন এই পাতাগুলোর একটা - অর্থাৎ একটা জিন - খারাপ হয়ে যাচ্ছে, তখনই আপনি কোনো রোগে আক্রান্ত হচ্ছেন। এখন এই গবেষণা প্রকল্পটার লক্ষ্য হলো - এই লতাগাছটা থেকে নষ্ট হওয়া পাতাটি কেটে নেবার মতনই, ডিএনএ থেকে এই ত্রুটিপূর্ণ জিনগুলো কেটে বের করে নেয়া, এবং তার ওপর এক একটা ওষুধ প্রয়োগ করে পরীক্ষা করে দেখা - যে ঠিক কোন্ ওষুধটা আপনার রোগ সারাতে পারে।"

"বিজ্ঞানীরা এই কাজটা করার জন্য এমন কতগুলো অণু তৈরি করেছেন যা একটা ডিজিটাল কাঁচি বা ছুরির মতো করে কাজ করবে, ওই রোগাক্রান্ত জিনটাকে কেটে বের করে আনতে পারবে। সবচেয়ে বড় কথা হলো নতুন এই প্রযুক্তিটি সস্তা এবং খুব দ্রুত কাজ করে।"

এ্যান্ট্রাজেনেকা এই গবেষণা করছে ওয়েরকাম ট্রাস্ট স্যাঙ্গার ইনস্টিটিউটের সাথে। এতে ২০০০ সালের মানব জিনোম প্রকল্প থেকে মানব জিনের গঠন সম্পর্কে যেসব তথ্য জানা গেছে তাই এতে ব্যবহার করা হবে।
এ্যাস্ট্রাজেনেকার গবেষণাগার

এটা প্রয়োগ করে বিজ্ঞানীরা একটি দেহকোষের মধ্যে থাকা জিনগুলোকে বেছে নিয়ে তাতে কাটছাঁট বা পরিবর্তন করতে পারেন।

এই ক্রিস্প-আর প্রযুক্তি সম্পর্কে এবারের বিজ্ঞানের আসরে কথা বলেছেন ভারতের বেঙ্গালুরুতে ইন্ডিয়ান ইনস্টিটিউট অব সায়েন্সের মলিকিউলার বায়োফিজিক্সএর অধ্যাপক ড. দীপংকর চ্যাটার্জি।

তিনি বলছেন, ক্রিস্পআর প্রযুক্তিটি আবিষ্কৃত হয়েছে বছর দুয়েক আগে, এবং এটি এতই গুরুত্বপূর্ণ আবিষ্কার যে এর উদ্ভাবকরা শিগগীরই নোবেল পুরস্কার পাবেন এমন কথাও বলা হচ্ছে।
উৎস-http://www.bbc.co.uk/bengai

Advertisement