মায়ের আগমনী বার্তা'য় -( Agomoni Barta) সকল পাঠক ও পাঠিকাদের জানাই দুর্গাপূজার আন্তরিক প্রীতি ও শুভেছা। ইতি মধ্যেই শুরু হয়ে গেছে হিন্দু...
উত্তর বঙ্গের দুর্গা পূজা ২০১৬ লাইভ দেখুন- লাইভ দুর্গা পূজা
গুগল এ্যাডসেন্স নিয়ে নতুন করে বলার কিছু নেই। তবে গুগল এ্যাডসেন্স বাংলা ভাষা সমর্থন করে না বিধায় বাংলা ওয়েবসাইটে গুগল এ্যাডসেন্স এর বিজ্ঞা...
গুগল এ্যাডসেন্স অ্যাড বাংলা ওয়েব সাইটে যেভাবে বিজ্ঞাপন দেখাবেন
গুগল এ্যাডসেন্স এর আরেকটি উল্লেখযোগ্য দিক হলো একটি সচল এ্যাডসেন্স একাউন্ট দিয়ে ৫০০টি ওয়েবসাইটে বিজ্ঞাপন প্রদর্শণ করানো যায়।
এজন্য এ্যাডসেন্স এর Code Type : Synchronous মুডে নিন।
এবার কোড কপি করে আপনার সাইটে পেষ্ট করুন।
এখন
google_ad_width = 300; google_ad_height = 250;
এর নিচে
google_language = 'en';.
যুক্ত করুন। ফলে কোড হবে অনেকটা নিচের মত।
<script type="text/javascript"> google_ad_client = "ca-pub-xxxxxxxxxxxxxx"; google_ad_slot = "xxxxxxxxxx"; google_ad_width = 300; google_ad_height = 250; google_language = 'en'; </script> <!-- 300x250 Text & Display --> <script src="//pagead2.googlesyndication.com/pagead/show_ads.js" type="text/javascript"> // ]]></script>
ব্যাস, এবার দেখুন আপনার বাংলা সাইটেও গুগল এ্যাডসেন্স এর বিজ্ঞাপন দেখা যাচ্ছে।
রমজান হল মুসলিম ধর্মের একটি সবচেয়ে বড় উৎসব, যাকে পবিত্র রমজান বলা হয়। নিম্নে রমজানের ক্যালেন্ডার ২০১৬ বাংলাদেশ এর ভিত্তিতে দেওয়া হল, এছাড়া...
২০১৬ রমজান ক্যালেন্ডার ফ্রি ডাউনলোড করে নিন
ক্যালেন্ডারটি ডাউনলোড করতে চাইলে নিম্নে প্রদত্ত লিঙ্ক থেকে ডাউনলোড করতে পারবেন।
Download Link -
ভূমিকম্প থেকে বাঁচার হলে যা করতে হবে- **হঠাৎ করে মাথায় চক্কর দিলে বরাবরই পুষ্টিহীনতাকে দায়ি করা চলবে না। ভূমিকম্পের কারণে শুধু মাথা...
ভূমিকম্প থেকে বাঁচার উপায় একটু জেনে নিন
ভূমিকম্প থেকে বাঁচার হলে যা করতে হবে-
- **হঠাৎ করে মাথায় চক্কর দিলে বরাবরই পুষ্টিহীনতাকে দায়ি করা চলবে না। ভূমিকম্পের কারণে শুধু মাথা নয় পুরো ঘরময় দুলতে থাকে। সহনীয় মাত্রায় থাকলে কোনো রকম ক্ষয়ক্ষতি ছাড়াই প্রাণে বেঁচে যাওয়া সম্ভব। কিন্তু ভূমিকম্পের মাত্রাটা বেশি হলে ঘটতে পারে নানা অঘটন। তাই আগে থেকে আমাদের কিছু প্রস্তুতি নিয়ে রাখা উচিৎ।
এটিও পড়ুন - কম্পিউটার সম্পর্কিত যে কোন সমস্যার একমাত্র সমাধান জানতে এখানে ক্লিক করুন
- * আপনাকে যে ঘরে বেশিরভাগ সময় থাকতে হয়, যেমন- নিজ বাড়ি বা অফিস কক্ষের নিরাপদ স্থানটি জেনে রাখতে হবে।
- * ভূমিকম্পের সময় নিরাপদে বের হওয়া যাবে এমন পথ জেনে রাখতে হবে।
- * বাড়িতে ভারী জিনিসপত্র বেশি উচ্চতায় রাখা ঠিক নয়।
- * আলমারি, ফাইল কেবিনেট, ফ্রিজ, ওয়ারড্রোব ইত্যাদির পেছন থেকে আংটা দিয়ে বেঁধে রাখুন। তাহলে ভূমিকম্পের সময় এগুলো পড়ে ক্ষয়ক্ষতি হওয়ার আশঙ্কা কম থাকে।
- * স্কুল, হাসপাতাল, ওয়ার্ড ও অফিসগুলোতে মহড়ার আয়োজন করুন। যাতে প্রয়োজনের সময় তাড়াহুড়ায় সব এলোমেলো না হয়।
- * রাতে ঘুমানোর সময় বিছানার কাছাকাছি বা বালিশের নিচে একটা টর্চ রেখে দিন।
- * আগুন জ্বালাতে সাহায্য করে এমন তেল বা গ্যাসের কনটেইনারগুলো নিরাপদ দূরত্বে রাখুন।
- * হেলমেট কিনে হাতের কাছে রাখতে পারেন। ভূমিকম্পের সময় যেন দ্রুত পরে নেওয়া যায়।
- * বাড়ির সবার জন্য একটা পরিকল্পনা করুন। ভূমিকম্পের সময় কে কী করবেন, কোথায় আশ্রয় নেবেন, কাকে জানাবেন ইত্যাদি।
- * বাড়ির বীমা করা না থাকলে জলদি করে রাখুন, প্রয়োজনে কাজে আসবে।
ভূমিকম্পের সময় যা যা করনীয়
- * ঘরের ভেতর শক্ত টেবিল, বেঞ্চ বা ডেস্ক থাকলে মাথার ওপর বালিশ দিয়ে আশ্রয় নিতে পারেন।
- * হেলমেট থাকলে অবশ্যই পরে নিন।
- * ছাদ ভাঙার আশঙ্কা থাকলে দেয়ালে ‘ট্রায়াঙ্গল স্থান’ তৈরি হতে পারে এমন স্থানে আশ্রয় নিন।
- * ঘরের বাইরের দিকের দেয়াল বা বিমের পাশে আশ্রয় নিন।
- * দ্রুত গ্যাস লাইন, বিদ্যুৎ বন্ধ করে দিন।
- * বাইরে থাকলে অপেক্ষাকৃত ফাঁকা জায়গায় আশ্রয় নিন।
- * বড় গাছ, ব্রিজ, বিদ্যুৎ লাইন থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখুন।
- * গাড়িতে থাকলে ধীরে ধীরে গাড়ি থামিয়ে ফেলতে হবে। রাস্তার ধারে গাড়ি থামিয়ে গাড়ির মধ্যেই অবস্থান নিন।
- * বড় ভূমিকম্পের পর পরই ছোট কয়েকটি ভূমিকম্প হয়। একে বলা হয় ‘আফটার শক’। এ জন্য সতর্ক থাকুন।
তথ্যসূত্র -abnews24bd.com
ওয়েব ডেস্ক: সারা দেশে মহামারীর আকার নিয়েছে সোয়াইন ফ্লু। সেই আতঙ্কেই দেশবাসীর নাক, মুখ ঢেকেছে মাস্কে। কিন্তু সঠিক ভাবে পরা হচ্ছে মাস্ক? ...
সোয়াইন ফ্লু রুখতে সঠিক মাস্ক পরছেন তো? শুধু N95 মাস্ক রুখতে পারে H1N1 ভাইরাস
ওয়েব ডেস্ক: সারা দেশে মহামারীর আকার নিয়েছে সোয়াইন ফ্লু। সেই আতঙ্কেই দেশবাসীর নাক, মুখ ঢেকেছে মাস্কে। কিন্তু সঠিক ভাবে পরা হচ্ছে মাস্ক? কীভাবে দূরে রাখা যাবে সোয়াইন ফ্লু।
চিকিত্সকরা জানাচ্ছেন সাধারণ মাস্কে ধুলোবালি থেকে ইনফ্লুয়েঞ্জার হাত থেকে রেহাই মিললেও H1N1 ভাইরাস রোখার ক্ষমতা এই মাস্কের নেই। একমাত্র N95 মাস্কই আটকাতে পারে H1N1 ভাইরাস। কলকাতার মেডিক্যাল কলেজ হাসপাতালের ক্রিটিকাল কেয়ার এক্সপার্ট ডা. অরিন্দম কর জানান, প্রথমত, ভয়ের কিছু নেই। সকলের মাস্ক পরার দরকারও নেই। যারা H1N1 ভাইরাস আক্রান্ত রোগীর সংস্পর্শে আসছেন তাদের অবশ্যই পরতে হবে মাস্ক। যেমন আক্রান্ত ব্যক্তির পরিবার বা স্বাস্থ্যকর্মীদের। বাকিদের মাস্ক পরতে হলেও নিয়মিত সময়ের ব্যবধানে হাত ধোয়া, হাঁচা বা কাশার সময় মুখে, নাকে হাত চাপা দেওয়ার মতো নিয়মাবলী মেনে চলা উচিত্।
২০০৯ সালে সোয়াইন ফ্লু বড়সড় আকার ধারণ করার পরই বাজারে আসে N95 মাস্ক। এই মাস্কে N বলতে বোঝায় নন-রেসিস্ট্যান্ট টু অয়েল। 95 বোঝায় সংক্রণ রোখার ক্ষমতা। আর জি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের ডা. সৌগত দাশগুপ্ত জানান, সার্জিকাল বা পলিউশন মাস্ক থেকে ছড়াতে পারে H1N1 ভাইরাসের সংক্রমণ। N95 মাস্ক বাতাসের ধুলোবালি ৯৫ শতাংশ পর্যন্ত রুখতে পারে। ফলে H1N1 ভাইরাস রুখতে এই মাস্ক ব্যবহার করা যেতে পারে।
তথ্যসূত্র - http://zeenews.india.com
দিল্লী বোর্ডের ধাঁচে এবার থেকে নবম শ্রেণীতে ওপেন বুক এক্সাম তথ্যসূত্র -http://www.fbgrouptfpg.com
দিল্লী বোর্ডের ধাঁচে এবার থেকে নবম শ্রেণীতে ওপেন বুক এক্সাম 2015
তথ্যসূত্র- http://www.fbgrouptfpg.com
উচ্চ মাধ্যমিক (HS) পরীক্ষায় এবার প্রথম অবজেক্টিভ টাইপ প্রশ্ন করা হবে 2015
SC, ST,OBC কাস্ট সার্টিফিকেট করার সাইটি হল- http://castcertificatewb.gov.in .এখান থেকে যে কেউ SC, ST,OBC কাস্ট সার্টিফিকেট এর অ্যাপ্লাই ,...
SC-ST-OBC সার্টিফিকেট অ্যাপ্লাই, স্ট্যাটাস, ডিটেলস ও ইত্যাদি একই সাইটে.....
Applycation for SC/ST/OBC Certitificate - Click Here
এটিও পড়ুন- আপনি কি আপনার বাংলা ভাষায় কম্পিউটার শিক্ষার সাইট খুজচ্ছেন- এই সমস্যার অবসান মেটাতে এখানে ক্লিক করুন।