মানুষ হাতিয়ার ব্যবহার শুরু করেছিল কবে?
মানুষের ব্যবহৃত সবচেয়ে পুরোনো হাতিয়ার যা পাওয়া গেছে তা মোটামুটি ২৫ লাখ বছর আগের।
কিন্তু এক নতুন গবেষণার পর বলা হচ্ছে আসলে হয়তোতার অনেক আগেই প্রাচীন মানুষ হাতিয়ার ব্যবহার শুরু করেছিল।
সাধারণভাবে ধরে নেয়া হয় যে প্রায় ২৫ লাখ বছর আগে পৃথিবী প্রথম মানবজাতির উদ্ভব হয় - যারা দু পায়ের ওপের হাটতে পোরে।
মানুষ যে তাদের মতো অন্য প্রজাতির প্রাণী যেমন বানর, গরিলা বা শিম্পঞ্জীর চাইতে শ্রেষ্ঠ - তার একটা বড় কারণ হলো তাদের হাতের আঙুলের গঠন - যা দিয়ে তারা অনেক বেশি দক্ষতার সাথে কাজ করতে পারে, উন্নত ধরণের যন্ত্র বানাতে পারে।
যুক্তরাজ্যের কেন্ট বিশ্ববিদ্যালয়ের ড. ট্রেসি কিভেল এমন একটা পদ্ধতি উদ্ভাবন করেছেন যা দিয়ে মানুষের পূর্বপুরুষদের হাতে হাড়ের গঠন বিশ্লেষণ করা যায় - এবং তা দিয়ে তিনি দেখতে পেয়েছেন যে মানুস প্রথম হাতিয়ার ব্যবহার শুরা করেছিল আমরা যা অনুমান করি তার অনেক আগেই।
ড. কিভেল মনে করেন, মানুষের হাড়ের গঠনের এই পরীক্ষা প্রাচীন মানুষ সম্পর্কে গবেষণায় আরো নতুন দিগন্ত খুলে দিতে পারে।
এবারের বিজ্ঞানের আসর পরিবেশন করেছেন পুলক গুপ্ত।
উৎস -http://www.bbc.co.uk/bengali
0 comments