লেখার শুরুতে একথা বলতে চাই যে টিউনে ডোমেইন বলা হলেও সে গুলো আসলে ডোমেইন না। প্রকৃত অর্থে এগুলো সব সাবডোমেইন। তবে এগুলোর এড্রেস এত ছে...

ফ্রি ডোমেইন রেজিস্ট্রেশন করুন আপনার পছন্দমত - এক নজরে ডোমেন এর কিছু টিপস

By 8:19:00 AM ,

লেখার শুরুতে একথা বলতে চাই যে টিউনে ডোমেইন বলা হলেও সে গুলো আসলে ডোমেইন না। প্রকৃত অর্থে এগুলো সব সাবডোমেইন। তবে এগুলোর এড্রেস এত ছোট হয় যে এগুলোকে ডোমেইনের মত মনে হয়।

  • 01. http://www.biz.ly এ সাইটে রেজিষ্ট্রেশন করলে আপনার ডোমেইন হবে YourName.biz.ly । এছাড়া ওয়েব সাইট তৈরি করার জন্য আপনি 50 মেগাবাইট ফ্রি স্পেসও পাবেন এখানে। (কোন বিঙ্গাপন থাকবেনা)
  • 02. http://i.am এখানে রেজিষ্ট্রেশন করলে আপনার ডোমেইন হবে yourName.i.am অথবা http://www.i.am/yourName । এখানে রেজিষ্ট্রেশন করে সরাসরি আপনার URL Redirection করে দিত পারেন। সাইটটিত রেজিষ্ট্রেশন করলে আরেকটি সুবিধা পাওয়া যাবে তা হল সার্চ
    ইন্জিন সাপোর্ট। আপনার সাইটটি যেখানে থাক না কেন Goole, Yahoo কিংবা Msn তা খুঁজে বের করবে।(কোন বিঙ্গাপন থাকবেনা)
  • 03. http://www.dom.ir এ সাইটে রেজিষ্ট্রেশন করলে আপনার ডোমেইন হবে YourName.dom.ir ।(কোন বিঙ্গাপন থাকবেনা)
  • 04. http://www.freedomain.co.nr এখানে রেজিষ্ট্রেশন করলে আপনার ডোমেইন হবে YourName.co.nr । তবে এদের একটি শর্ত হচ্ছে তাদের ওয়েবসাইটর একটি লিংক আপনার হোমপেজের যে কোন এক জায়গায় দিতে হবে। এ লিংকটি আপনার পছন্দমত আপনি যে কোন জায়গায় দিতে পারেন। লিংটি দেওয়ার পরই কেবল আপনার আ্যপ্লিকেশন গ্রহন করা হবে।
  • 05. http://www.dot.tk । এখানে রেজিষ্ট্রেশন করলে আপনি একটি পরিপূর্ন ডোমেইন পাবেন। এখানে আপনার ডোমেইন হবে YourName.tk । তবে এরা আপনার ওয়েবসাইটের প্রতিটি পেইজের উপরে বিঙ্গাপন দিবে।
  • 06. এখন যেটি বলব এটি বহুল ব্যবহৃত সাইট । http://www.co.cc । এদের প্রায় দশ লক্ষেরও বেশি ক্লায়েন্টস আছে। এখানে আপনার ডোমেইন হবে YourName.co.cc । সাটটিতে রেজিষ্ট্রশন করে ফ্রি এসুবিধাটি লুফে কিতে পারেন। এরা আপনার সাইটে কোন বিঙ্গাপন দিবে না। শুধু তাই নয় এদের DNS ও সাপোর্ট করে।
তাহলে আর দেরি কেন ফ্রি ডোমেইন গুলোর মধ্যে বেছে নিন আপনারটা।

You Might Also Like

0 comments

Advertisement