প্রথমে আপনি এই লিঙ্কে যান -  http://www.archive.org   এবার এই লিঙ্কে গিয়ে আপনি সেখানে এটা বক্স পাবেন সেই বক্সে আপনি আপনার ডোমেইন নাম দিন ...

সেকেন্ডহ্যান্ড ডোমেইন ব্যবহার করছেন কি না, জেনে নিন

সেকেন্ডহ্যান্ড ডোমেইন ব্যবহার করছেন কি না, জেনে নিন
প্রথমে আপনি এই লিঙ্কে যান - http://www.archive.org এবার এই লিঙ্কে গিয়ে আপনি সেখানে এটা বক্স পাবেন সেই বক্সে আপনি আপনার ডোমেইন নাম দিন এই ভাবে www.yourdomain.com তারপর কীওয়ার্ড থেকে এন্টার চাপুন একটু অপেক্ষা করুন। 

how-to-check-domain-archive


এন্টার দেবার পর একটু পরে লক্ষ করুন নীচে ক্যালেন্ডারের মত অনেক অপশন দেখতে পাবেন এবং উপরে বিভিন্ন সাল দেখতে পাবেন । 

কিভাবে বুঝবেন আপনার ব্লগ ডোমেইন সেকেন্ড হ্যান্ড কিনা !


আপনার ব্লগে যেদেন কিনেছেন মানে যে সালে কিনেছেন উপরের চিত্রের মত সব দেখা যাবে। আপনি যদি আপনার ডোমেইন কিনেন ২০১৪ তার পরে তাহলে দেখবেন সেই সাল টা উপরের চিত্রের মত পোল আকারে দেখাবে। এবং আপনি যদি দেখেন আপনার ডোমেইন কিনেছেন ২০১৪ তে কিন্তু পোল দেখা যাচ্ছে ২০০০ সাল বা ২০০১ বা অন্য কোন আগের সাল তাহলে বুঝবেন আপনার ডোমেইন আপনার আগেও কেউ ব্যবহার করেছেন মানে আপনি সেকেন্ড হ্যান্ড ব্যবহার করছেন। তাহলে নীচের ক্যালেন্ডারের মত আগে সেখান থেকে সেই সালের সেই সাইট কি সাইট ছিল সেই সব দেখে নিতে পারবেন। নীচের চিত্রে দেখুন বুঝতে সুবিদা হবে। 



কেউ যদি আপনার ডোমেইন আগে ব্যবহার বা কিনে ব্যবহার করে থাকে তাহলে উপরের চিত্রের মত আসবে সেখানে ক্লিক করলেই আপনি সেই আগে যে কিনেছে সে কি সাইট চালাত বিস্তারিত সব দেখতে পাবেন। আশাকরি বুঝতে পেরেছেন বা আমি বুঝাতে পেরেছি। 

লেখার শুরুতে একথা বলতে চাই যে টিউনে ডোমেইন বলা হলেও সে গুলো আসলে ডোমেইন না। প্রকৃত অর্থে এগুলো সব সাবডোমেইন। তবে এগুলোর এড্রেস এত ছে...

ফ্রি ডোমেইন রেজিস্ট্রেশন করুন আপনার পছন্দমত - এক নজরে ডোমেন এর কিছু টিপস

লেখার শুরুতে একথা বলতে চাই যে টিউনে ডোমেইন বলা হলেও সে গুলো আসলে ডোমেইন না। প্রকৃত অর্থে এগুলো সব সাবডোমেইন। তবে এগুলোর এড্রেস এত ছোট হয় যে এগুলোকে ডোমেইনের মত মনে হয়।

  • 01. http://www.biz.ly এ সাইটে রেজিষ্ট্রেশন করলে আপনার ডোমেইন হবে YourName.biz.ly । এছাড়া ওয়েব সাইট তৈরি করার জন্য আপনি 50 মেগাবাইট ফ্রি স্পেসও পাবেন এখানে। (কোন বিঙ্গাপন থাকবেনা)
  • 02. http://i.am এখানে রেজিষ্ট্রেশন করলে আপনার ডোমেইন হবে yourName.i.am অথবা http://www.i.am/yourName । এখানে রেজিষ্ট্রেশন করে সরাসরি আপনার URL Redirection করে দিত পারেন। সাইটটিত রেজিষ্ট্রেশন করলে আরেকটি সুবিধা পাওয়া যাবে তা হল সার্চ
    ইন্জিন সাপোর্ট। আপনার সাইটটি যেখানে থাক না কেন Goole, Yahoo কিংবা Msn তা খুঁজে বের করবে।(কোন বিঙ্গাপন থাকবেনা)
  • 03. http://www.dom.ir এ সাইটে রেজিষ্ট্রেশন করলে আপনার ডোমেইন হবে YourName.dom.ir ।(কোন বিঙ্গাপন থাকবেনা)
  • 04. http://www.freedomain.co.nr এখানে রেজিষ্ট্রেশন করলে আপনার ডোমেইন হবে YourName.co.nr । তবে এদের একটি শর্ত হচ্ছে তাদের ওয়েবসাইটর একটি লিংক আপনার হোমপেজের যে কোন এক জায়গায় দিতে হবে। এ লিংকটি আপনার পছন্দমত আপনি যে কোন জায়গায় দিতে পারেন। লিংটি দেওয়ার পরই কেবল আপনার আ্যপ্লিকেশন গ্রহন করা হবে।
  • 05. http://www.dot.tk । এখানে রেজিষ্ট্রেশন করলে আপনি একটি পরিপূর্ন ডোমেইন পাবেন। এখানে আপনার ডোমেইন হবে YourName.tk । তবে এরা আপনার ওয়েবসাইটের প্রতিটি পেইজের উপরে বিঙ্গাপন দিবে।
  • 06. এখন যেটি বলব এটি বহুল ব্যবহৃত সাইট । http://www.co.cc । এদের প্রায় দশ লক্ষেরও বেশি ক্লায়েন্টস আছে। এখানে আপনার ডোমেইন হবে YourName.co.cc । সাটটিতে রেজিষ্ট্রশন করে ফ্রি এসুবিধাটি লুফে কিতে পারেন। এরা আপনার সাইটে কোন বিঙ্গাপন দিবে না। শুধু তাই নয় এদের DNS ও সাপোর্ট করে।
তাহলে আর দেরি কেন ফ্রি ডোমেইন গুলোর মধ্যে বেছে নিন আপনারটা।

Advertisement