আজ আপনাদের সাথে শেয়ার করছি, কিভাবে আপনি আপনার ব্লগের পেজ রেঙ্ক বাড়াবেন তা আলোচনা করছি। পেজরেঙ্ক কি? সহজ ভাবে পেজরেঙ্ক বলতে আপনার সাইট কতটা গ...

কিভাবে সাইটের পেজরেঙ্ক বাড়াবেন

By 8:00:00 AM , , ,

আজ আপনাদের সাথে শেয়ার করছি, কিভাবে আপনি আপনার ব্লগের পেজ রেঙ্ক বাড়াবেন তা আলোচনা করছি।

পেজরেঙ্ক কি?

সহজ ভাবে পেজরেঙ্ক বলতে আপনার সাইট কতটা গুরুত্বপুর্ন সেটায় বোঝায়

কিভাবে নির্নয় করা হয়:

পেজরেঙ্ক প্রতি ৩ মাস পরপর গুগল র্কতৃক সয়ংকৃয় ভাবে আপডেট করা হয়। যে বিষয়ের আপডেট করা হয় তা হল ব্যাক লিংক। অর্থাৎ আপনার সাইট গুরুত্বপুর্ন হলেই অন্য সাইট লিংক করবে।যে সব সাইটের ব্যাকলিংক বেশি হয় সাধারনত তাদের পেজরেঙ্কও বেশি
rank


ব্যাক লিংক কি?

আপনার সাইটরে লিংক অন্য সাইটে কত গুলো আছে এটাকে আমরা বলবো ব্যাকলিংক।

ব্যাকলিংক কিভাবে নির্নয় করবেন?

নিচের সাইট থেকে আপনি আপনার সাইটের ব্যাকলিংক এর মোট সংখ্যা বরে করতে পারবেন।
http://www.backlinkwatch.com/

পেজরেঙ্ক কিভাবে নির্নয় করবেন?

আপনার সাইটের পেজরেঙ্ক বের করার জন্য এই সাইটগুলোতে ভিজিট করুন।
http://www.prchecker.info/check_page_rank.php
http://www.iwebtool.com/pagerank_checker

পেজরেঙ্ক বৃদ্ধির উপায়:

  • ০১. আপনার সাইটের ব্যাকলিংক বৃদ্ধি করুন।
  • ০২. আপনার সাইটের সাবডোমেইন বাড়ান। সর্বাধিক সাবডোমেইন যুক্ত সাইটের  পেজরেঙ্ক    বেশি হয়ে থাকে।
  • ০৩. প্রতিদিন আপনার সাইটে একটি করে নতুন পেজ যুক্ত করুন।
  • ০৪. যে সমস্ত সাইটের পেজরেঙ্ক বেশি সেগুলোতে আপনার লিংক দিন। যেমন-blogspot.com
  • ০৫. একই টাইটেল একাধিক পেজ এ ব্যবহার করবেন না।

কঠিন বিষয়: ব্যাকলিংক কিভাবে বাড়াবেন?

  • ০১. বিভিন্ন ওয়েব ডিরেক্টরিতে আপনার সাইট সাবমিট করুন।
  • ০২. বিভিন্ন ব্লগে আপনার সাইটের লিংক দিয়ে কমেন্ট করুন।
  • ০৩. বন্ধুদের অনুরোধ করতে পারেন, তাদের সাইটে আপনার লিংক দেওয়ার জন্য।
  • ০৪. ফ্রি হোস্টিং দাতাদের কাছ থেকে একাধিক ফ্রি সাইট খুলে সেখানে আপনার লিংক দিয়ে দিন।

পেজরেঙ্ক এর গুরুত্ব:

  • ০১. পেজরেঙ্ক কম হলে আপনি সার্চ রেজাল্টে শর্ষ ১০ এ থাকতে নাও পারেন।
  • ০২. র্পযাপ্ত ভিজিটর নাও পেতে পারেন।

You Might Also Like

0 comments

Advertisement