মাধ্যমিক পরীক্ষার ফল আজ। এবার মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল  ১ ফেব্রুয়ারি, শেষ হয়েছিল ১০ ফেব্রুয়ারি। মোট পরীক্ষার্থীর সংখ্যা ১১ লাখ ৫৩ হাজ...

আজ মাধ্যমিকের ফলফল ঘোষণা

By 9:55:00 PM , ,

মাধ্যমিক পরীক্ষার ফল আজ। এবার মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল  ১ ফেব্রুয়ারি, শেষ হয়েছিল ১০ ফেব্রুয়ারি। মোট পরীক্ষার্থীর সংখ্যা ১১ লাখ ৫৩ হাজার ৪৩২ জন। এর মধ্যে ছাত্রীদের সংখ্যা ৬ লাখ ৩১ হাজার ১১৮ জন।  ছাত্রের সংখ্যা ৫ লাখ ২২ হাজার ৩১৪ জন। আগেরবারের অকৃতকার্য ছাত্রছাত্রীর সংখ্যা হল ১ লাখ ১৭ হাজার ৫০২ জন।

আজ সকাল ৯টায় ফলাফল ঘোষণা করার কথা জানানো হয়েছে মধ্যশিক্ষা পর্ষদের পক্ষ থেকে। তবে ছাত্রছাত্রীরা তাদের ফলাফল জানতে পারবে সকাল ১০টা থেকে।
আজ মাধ্যমিকের ফলফল ঘোষণা





নিজের স্কুলের পাশাপাশি পর্ষদের ওয়েবসাইটেও ফলাফল জানতে পারবে ছাত্রছাত্রীরা। যে সমস্ত ওয়েবসাইটে ফলাফল জানা যাবে সেগুলি হল :
    www.wbresults.nic.in
    www.wbse.org
    www.westbengaleducation.net
    www.indiaresult.com

মোবাইলের মাধ্যমেও ছাত্রছাত্রীরা তাদের ফলাফল জানতে পারবে। WB10 তারপর স্পেস দিয়ে  ১০ সংখ্যার রোল নম্বর লিখে ৫৮৮৮৮৭১১/৫৬২৬৩/৫২০৭০ পাঠালেও ফল মিলবে।

You Might Also Like

0 comments

Advertisement