মাধ্যমিক পরীক্ষার ফল আজ। এবার মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল  ১ ফেব্রুয়ারি, শেষ হয়েছিল ১০ ফেব্রুয়ারি। মোট পরীক্ষার্থীর সংখ্যা ১১ লাখ ৫৩ হাজ...

আজ মাধ্যমিকের ফলফল ঘোষণা

মাধ্যমিক পরীক্ষার ফল আজ। এবার মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল  ১ ফেব্রুয়ারি, শেষ হয়েছিল ১০ ফেব্রুয়ারি। মোট পরীক্ষার্থীর সংখ্যা ১১ লাখ ৫৩ হাজার ৪৩২ জন। এর মধ্যে ছাত্রীদের সংখ্যা ৬ লাখ ৩১ হাজার ১১৮ জন।  ছাত্রের সংখ্যা ৫ লাখ ২২ হাজার ৩১৪ জন। আগেরবারের অকৃতকার্য ছাত্রছাত্রীর সংখ্যা হল ১ লাখ ১৭ হাজার ৫০২ জন।

আজ সকাল ৯টায় ফলাফল ঘোষণা করার কথা জানানো হয়েছে মধ্যশিক্ষা পর্ষদের পক্ষ থেকে। তবে ছাত্রছাত্রীরা তাদের ফলাফল জানতে পারবে সকাল ১০টা থেকে।
আজ মাধ্যমিকের ফলফল ঘোষণা





নিজের স্কুলের পাশাপাশি পর্ষদের ওয়েবসাইটেও ফলাফল জানতে পারবে ছাত্রছাত্রীরা। যে সমস্ত ওয়েবসাইটে ফলাফল জানা যাবে সেগুলি হল :
    www.wbresults.nic.in
    www.wbse.org
    www.westbengaleducation.net
    www.indiaresult.com

মোবাইলের মাধ্যমেও ছাত্রছাত্রীরা তাদের ফলাফল জানতে পারবে। WB10 তারপর স্পেস দিয়ে  ১০ সংখ্যার রোল নম্বর লিখে ৫৮৮৮৮৭১১/৫৬২৬৩/৫২০৭০ পাঠালেও ফল মিলবে।

উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ ২৯ শে মে - WBCHSE Results 2015 West Bengal Council of Higher Secondary Education (WBCHSE):  উচ্চ মাধ্যমিক...

উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ করা হবে ২৯ মে, ২০১৫ শুক্রবার HS Result 2015

উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ ২৯ শে মে - WBCHSE Results 2015

West Bengal Council of Higher Secondary Education (WBCHSE): উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ হওয়ার ৫৮ দিনের মাথায়, আগামী ২৯ মে, শুক্রবার এ বছরের উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশিত হবে। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ জানিয়েছে, সকাল ১০ টায় আনুষ্ঠানিকভাবে ফল ঘোষিত হবে। এবারে পরীক্ষার্থীর সংখ্যা ছিল প্রায় ৮ লাখ।
এটিও পড়ুন - HS রেজাল্ট কীভাবে চেক করবেন
উচ্চ মাধ্যমিকের ফল

ফল জানতে পারবেন নিচের ওয়েবসাইটেও :

  • http://wbresults.nic.in
  • www.calcuttatelephones.com
  • www.knowyourresult.com
  • www.exametc.com
  • www.schools9.com
  • www.westbengaleducation.net
  • www.resultsout.com
  • www.kolkataeducation.net
মোবাইলে এসএমএস (SMS) এ ফল জানার জন্য WB12-এর পর স্পেস দিয়ে রোল নাম্বার লিখে ৫৪২৪২, ৫৮৮৮৮, ৫৬৭৬৭৫০ নম্বরে পাঠাতে হবে। এছাড়াও www.exametc.com ওয়েবসাইটে রোল ও মোবাইল নাম্বার দিয়ে আগাম রেজিস্ট্রেশন করলে SMS এ মারফত ফল জানতে পারবেন।
কোন সমস্যা বা জিজ্ঞাসা থাকলে কমেন্ট করুন। সরাসরি অনলাইনে সাপোর্ট পেতে ফেসবুকে যোগাযোগ করতে চাইলে এখানে ক্লিক করুন। ধ্যন্যবাদ।
Read more: http://www.computerjajot.com/2015/05/wbchse-results-2015.html#ixzz3azWKkU00

WBBSE( West Bengal Board  of Secondary Education  ) মাধ্যমিক পরীক্ষার ২০১৫ সালের ফলাফল জানতে পারবেন অফিশিয়াল ওয়েবসাইট   www.wbbse.org  থেকে...

মাধ্যমিক পরীক্ষার ফলাফল ২০১৫ - WBBSE Exam Result 2015 www.wbbse.org

WBBSE(West Bengal Board of Secondary Education ) মাধ্যমিক পরীক্ষার ২০১৫ সালের ফলাফল জানতে পারবেন অফিশিয়াল ওয়েবসাইট  www.wbbse.org থেকে।
মাধ্যমিক পরীক্ষার ফলাফল ২০১৫ - www.wbbse.org


এটিও পড়ুন - পড়াশোনা বিষয়ক যে কোন তথ্য পেতে ভিজিট করুন - www.computerjajot.com কিংবা এখানে ক্লিক করুন।

কিভাবে ফলাফল জানতে পারবেন ?

  • প্রথমে www.wbbse.org প্রবেশ করুন
  • এরপর দশম শ্রেণীর ফলাফলের লিঙ্ক দেখতে পাবেন
  • এরপর ছাত্র-ছাত্রীর পুরো বিবরণ দিতে হবে
  • এরপর রেজাল্ট অপশনে ক্লিক করে ফলাফল জানতে পারবেন
  • সবশেষে রেজাল্ট প্রিন্ট করে নিন।
অন্যান্য আরও বিস্তারিত জানতে wbresults.nic.in ভিজিট করতে পারেন। 

Advertisement