।। শ্রীশ্রীরাধারমণো জয়তি ।।  ভজ নিতাই গৌর রাধে শ্যাম। জপ হরে কৃষ্ণ হরে রাম।। পরমারাধ্য গুরুদেব ১০৮ শ্রীশ্রীনিত্যানন্দ দাস বাবাজী মহ...

শ্রীধাম বৃন্দাবনে, শ্রীশ্রী ১০৮ তুলসী দাস বাবাজী মহারাজ স্মরণে শ্রীমদ্ভাগবত সপ্তাহ পালন

By 7:14:00 PM ,

।। শ্রীশ্রীরাধারমণো জয়তি ।। 
ভজ নিতাই গৌর রাধে শ্যাম।
জপ হরে কৃষ্ণ হরে রাম।।


পরমারাধ্য গুরুদেব ১০৮ শ্রীশ্রীনিত্যানন্দ দাস বাবাজী মহারাজের অন্যান্য কৃপাপাত্র শ্রীশ্রী ১০৮ তুলসী দাস বাবাজী মহারাজ বৈশাখ কৃষ্ণা বরুথিনী একাদশী তিথিতে বৃন্দাবনধাম রজপ্রাপ্তি হইয়া নিত্য নিকুঞ্জলীলায় প্রবিষ্ট হইয়াছেন।
অতএব উক্ত বাৎসরিক বিরহ তিথির স্মরণ-মহৎসব উপলক্ষে শ্রীমদ্ভাগবত সপ্তাহ কথা জ্ঞানযজ্ঞ , শুভারম্ভ শুভাধিবাস, শ্রীশ্রীহরিনাম সংকীর্তনজজ্ঞ ও বৈষ্ণব সেবা।
শ্রীধাম বৃন্দাবনে,

উক্ত অনুষ্ঠানে সবান্ধবে সমুপস্থিত হইবার জন্য করজোর প্রার্থনা করেছেন শ্রীধাম বৃন্দাবন গোবিন্দকুন্ডস্থ " শ্রীশ্রীরাধা গিরিধারী মন্দির ট্রাষ্ট" ।

একনজরে অনুষ্ঠান সূচী
১৩ ই বৈশাখ ১৪২৩ (ইং ২৭শে মার্চ ২০১৬) রবিবার হইতে
১৯ শে বৈশাখ (ইং ২রা এপ্রিল) রবিবার পযর্ন্তঃ-
শ্রীমদ্ভাগবত সপ্তাহ কথা জ্ঞানযজ্ঞ।
১৯ শে বৈশাখ ১৪২৩ (ইং ২ রা এপ্রিল ২০১৬) শনিবারঃ-
সন্ধ্যা ৭ ঘটিকায় শুভাধিবাস।
২০ শে বৈশাখ ১৪২৩ (ইং ৩ রা এপ্রিল ২০১৬) রবিবারঃ-
শ্রীশ্রী হরিনাম সংকীর্তনযজ্ঞ।
২১শে বৈশাখ ১৪২৩ (ইং ৮ঠা এপ্রিল ২০১৬)  সোমবারঃ-
দধিমঙ্গল ও সাধু- বৈষ্ণব সেবা, উৎসব বিশ্রাম।
 
নিবেদকঃ

শ্রীশ্রীরাধা গিরিধারী মন্দির ট্রাষ্ট                  
১৪৪ নং, রাধানিবাস গোবিন্দকুণ্ড,
পোঃ- বৃন্দাবন, জিলা- মধুরা (উঃপ্রঃ)

সেবাইত
শিবানন্দ দাস, গোবিন্দ দাস ও
ভক্তবৃন্দ।

যে সকল কৃষ্ণ ভক্ত, গোবিন্দ ভক্ত ও গৌর ভক্ত উক্ত অনুষ্ঠানটি পরিচালনার জন্য দক্ষিণা দিতে চান নিচের দেওয়া লিঙ্কে ক্লিক করুন।
দক্ষিণার জন্য- এখানে ক্লিক করে দক্ষিণা দিতে পারেন (Click Here to pay online )। আমাদের টিম আপনার দক্ষিণা " শ্রীশ্রীরাধা গিরিধারী মন্দির ট্রাষ্ট " মন্দিরে প্রদান করবে। ধন্যবাদ।
সোর্স- আগমনী বার্তা

You Might Also Like

0 comments

Advertisement