বি-টাউনে বুঝি সম্পর্কের ভাঙনের ট্রেন্ড উঠেছে। একের পর এক বিবাহ বিচ্ছেদ ও ব্রেক আপের ঘটনা শোনা যাচ্ছে। এই তালিকায় সর্বেশেষ নাম যোগ হয়েছে...

ব্রেক-আপেই মত মিলল বিরাট-অনুষ্কার!

By 9:16:00 PM , ,

ব্রেক-আপেই মত মিলল বিরাট-অনুষ্কার!
বি-টাউনে বুঝি সম্পর্কের ভাঙনের ট্রেন্ড উঠেছে। একের পর এক বিবাহ বিচ্ছেদ ও ব্রেক আপের ঘটনা শোনা যাচ্ছে। এই তালিকায় সর্বেশেষ নাম যোগ হয়েছে অভিনেত্রী অনুষ্কা শর্মা ও ক্রিকেট তারকা বিরাট কোহলির। মিডিয়া সূত্রে খবর, ২ বছরের সম্পর্কে এবার ইতি টেনেছেন বিরাট-অনুষ্কা। আর এই সম্পর্কের ভাঙনের পিছনের অন্যতম কারণ হল বিয়ে। সম্পর্ককে পরিণতি দিতে বিয়ে নিয়ে দুজনের মধ্যে মত পার্থক্যের জেরেই এবার সম্পর্ক ভাঙার সিদ্ধান্ত নিলেন দুজনে।
মিডিয়া সূত্রে খবর, ২ বছরের সম্পর্কে এবার ইতি টেনেছেন বিরাট-অনুষ্কা। আর এই সম্পর্কের ভাঙনের পিছনের অন্যতম কারণ হল বিয়ে। সম্পর্ককে পরিণতি দিতে বিয়ে নিয়ে দুজনের মধ্যে মত পার্থক্যের জেরেই এবার সম্পর্ক ভাঙার সিদ্ধান্ত নিলেন দুজনে। [বিরাট কোহলিকে প্রেমের প্রস্তাব রাখি সাওয়ন্তের] বিরাট ও অনুষ্কার মধ্যে যে সমস্যা চলছে তা প্রথম সামনে আসে যখন ইনস্তাগ্রামে অনুষ্কাকে আনফলোড করেন বিরাট। প্রথমে বিষয়টিকে যুগলের মান-অভিমান বলে অনেকেই উড়িয়ে দিয়েছিলেন, কিন্তু বিষয়টি বেশ গুরুতর হয়ে দাঁড়িয়েছে বলেই মনে হচ্ছে। এখনও এই বিষয়ে বিরাট বা অনুষ্কার কেউ মুখ না খুললেও বিরাট ও অনুষ্কার ঘণিষ্ঠ সূত্রের মতে ইতিমধ্য়েই ব্রেক আপ সেরে ফেলেছেন দুজনে। [(ছবি) ডেট নাইটে বিরাট কোহলি-অনুষ্কা শর্মার অদেখা রোমান্টিক মুহূর্ত] শোনা যাচ্ছে ২০১৬ সালেই অনুষ্কাকে বিয়ের প্রস্তাব দেন অনুষ্কা। কিন্তু এখনই বিয়েতে রাজি নন বি টাউনের প্রথম সারির এই অভিনেত্রী। এখনই বিয়ের বন্ধনে না জড়িয়ে নিজের কেরিয়ারেই মনোনিবেশ করতে চান অনুষ্কা। আর তাতেই চটেছেন বিরাট। রণবীর কাপুর এবং ক্যাটরিনা কাইফের ব্রেক আপ, ফরহান আখতার ও অধুনা আখতারের বিচ্ছেদের পর ফের টিনসেল টাউনে ব্রেকআপের ছায়া। আর বিরাট-অনুষ্কার ব্রেক আপের খবর যদি সত্যি হয় তাহলে সেই ছায়াতেই সর্বশেষ ঢাকা পড়লেন বিরাট ও অনুষ্কা।
সোর্স -bengali.oneindia.com

You Might Also Like

0 comments

Advertisement