এক ঘুষিতে নাক ফাটিয়ে দেবো ডাক্তারঃ  ভয়ের কিছু নেই। চট করে করে আপনার দাঁতটা তুলে নিব। রোগীঃ  না না ডাক্তার সাহেব, আমার ভয় করছে। প্লি...

বাংলা সেরা জোকস না পরলে বড় মিস করবেন

By 3:54:00 AM ,

এক ঘুষিতে নাক ফাটিয়ে দেবো

ডাক্তারঃ ভয়ের কিছু নেই। চট করে করে আপনার দাঁতটা তুলে নিব।
রোগীঃ না না ডাক্তার সাহেব, আমার ভয় করছে। প্লিজ ডাক্তার সাহেব, আমি জন্ত্রনায় মারাই যাব, বড্ড ভয় করছে।
ডাক্তারঃ ঠিক আছে, আপনি খানিকটা ক্যান্ডি খেয়ে নিন। দেখবেন সাহস বেড়ে গেছে।
রোগীঃ ক্যান্ডি খেয়ে নিলো।
ডাক্তারঃ কি এখন সাহস বেড়েছে তো?
রোগীঃ নিশ্চয়ই বেড়েছে, এখন দেখি কোন শালা আমার দাঁত তুলতে আসে? দাতে হাত লাগাবেন তো এক ঘুষিতে নাক ফাটিয়ে দেবো !!!
বাংলা সেরা জোকস না পরলে বড় মিস করবেন


গরীবের আর পায়খানা ...

রোগীঃ ডাক্তার সাহেব এই কয়দিন ধরে আমার খুব পায়খানা হচ্ছে। আমার অবস্থা খুবই খারাপ।
ডাক্তারঃ আচ্ছা, একটু ধৈর্য ধরুন আমি আপনাকে পরিক্ষা করে দেখছি। এখন বলুনতো আপনার পায়খানা কেমন?
রোগীঃ ডাক্তার সাহেব, কি যে বলবো গরীব মানুষের পায়খানা আর কেমন, দুটো বাঁশের লাঠি আর সামনে ছালা।

আমাদের শেভিং রেজারটা ...

স্বামী এবং স্ত্রী খুব ঝগড়া করছে। এমন সময় স্ত্রী স্বামীকে রেগে-মেগে গিয়ে বলছে ... ... ... "তুমি শুধু আমার বাড়ি, আমার টিভি, আমার ফ্রিজ, আমার সন্তান বল কেন???"

তুমি বলতে পারো না যে, "আমাদের বাড়ি, আমাদের টিভি, আমাদের ফ্রিজ, আমাদের সন্তান ... "

ঠিক তখনই স্বামী কি যেন খুঁজছিল। তাই দেখে স্ত্রী জিজ্ঞাসা করলো- কি খুজছো?

স্বামী তখন আমতা আমতা করে বলল- "ইয়ে মানে আমাদের শেভিং রেজারটা ... "

হেব্বি মান-সম্মান

১ম বন্ধুঃ তোকে মানা করার পরও তুই পাশের বাড়ীর মুরগী চুরি করলি, এখন যে তোকে জুতো দিয়ে মারা হবে। তোর মান-সম্মান কি আর থাকবে???

২য় বন্ধুঃ ইস!!! আমার মান-সম্মান এত কম নাকি যে জুতো দিয়ে দু'চারটে মারলেই চলে যাবে???

You Might Also Like

0 comments

Advertisement