ছাত্রদের শিক্ষকের পাঠ :
মনে রাখতে হবে যে, বাংলার উসসারণ-ই আষল।
এবং বাংলা সব্দের শঠিক
সরকার কাকে বলে!
ছেলে : বাবা সরকার কী ?
বাবা : আমি সংসার চালাই তাই আমি সরকারি দল। আর তোর মা খালি খালি ঘ্যান ঘ্যান করে। তাই তোর মা বিরোধী দল। তুই জণগন। তোর ছোট বোন দেশের ভবিষ্যৎ। আর আমাদের কাজের মেয়ে টুম্পা শোষিত শ্রেণী।
একটু বাদে মামা ফোন করল।
মামা : কীরে সবার খবর কী?
ছেলে : সরকার ঘুমোচ্ছে। বিরোধীদল সুবিধামতো আছে। ভবিষ্যৎ কাঁদছে। শোষিত শ্রেণী শোষিত হচ্ছে। আর জণগন তাকিয়ে তাকিয়ে দেখছে।
বেটে বর
প্রথম বান্ধবী : কীরে, এতো দেখাশোনা করে শেষমেষ এই বেঁটে লোকটাকে বিয়ে করলি।
দ্বিতীয় বান্ধবী : আরে বিপদ যত ছোট হয় ততই ভাল।
ভগবান আর ডাক্তার
ভগবান আর ডাক্তারকে কখনও রাগাতে নেই।
ভগবান রেগে গেলে ডাক্তারের কাছে পাঠিয়ে দেয়।
আর ডাক্তার রেগে গেলে ভগবানের কাছে পাঠিয়ে দেয়।
সংগ্রহ - ইন্টারনেট