ব্যাংকে ভাল চাকরি পাওয়ার আগ্রহ এখন অনেকের মধ্যেই। তাদের কথা মাথায় রেখেই নিয়ে আসা হল এক দুর্দান্ত অ্যাপ। ব্যাংকিংয়ের কেরিয়ারের ক্ষেত্রে...

ব্যাংকে চাকরি পেতে সাহায্য করবে নয়া অ্যাপ

By 9:18:00 AM , ,

 ব্যাংকে চাকরি পেতে সাহায্য করবে নয়া অ্যাপ

ব্যাংকে ভাল চাকরি পাওয়ার আগ্রহ এখন অনেকের মধ্যেই। তাদের কথা মাথায় রেখেই নিয়ে আসা হল এক দুর্দান্ত অ্যাপ। ব্যাংকিংয়ের কেরিয়ারের ক্ষেত্রে যা দারুণ সাহায্য করতে পারে। এমনই এক অ্যাপ নিয়ে এল TalentSprint. বিশেষত, যারা ছোট শহর বা গ্রামে থাকে, যাদের কাছে কোচিং দুষ্প্রাপ্য বিষয় তারা এই অ্যাপ থেকে যথেষ্ট উপকার পেতে পারেন বলে দাবি ওই সংস্থার।
সংস্থার এমডি ও সিইও শান্তনু পাল জানিয়েছেন, ‘এখন স্মার্টফোন আর শুধু শহরের ছেলেমেয়েদের মধ্যেই সীমাবদ্ধ নেই। সব এলাকাতেই ছড়িয়ে গিয়েছে। মেট্রো শহরের ছেলেমেয়েদের মতই যাতে সব এলাকার ছেলেমেয়েরা একই সুবিধা পায়, তার জন্যই এই নয়া পরিষেবা।’
BankersChoice  মোবাইল অ্যাপে থাকবে ফ্ল্যাশ কুইজ। গতি বাড়ানোর জন্য থাকবে নানা প্রশ্ন। রাখা হবে টিউটোরিয়াল ভিডিও। প্রত্যেকদিন আলাদা আলাদা প্রশ্ন দেওয়া হবে সেখানে। গুগল প্লে থেকে ডাউনলোড করতে হবে অ্যাপটি।
সংস্থার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট শ্রীধর কে জানান, ‘বর্তমানে নানাবিধ পরীক্ষার মাধ্যমে প্রচুর ছেলেমেয়েকে ব্যাংকে নিয়োগ করা হয়। গত পাঁচ বছরে প্রায় পাঁচ লক্ষ ছেলেমেয়ে চাকরি পেয়েছে এই সেক্টরে।’ হিন্দি কনটেন্ট সহ এই অ্যাপ অনেক সহযোগিতা করবে বলে মনে করছেন তিনি।
News Feed

You Might Also Like

0 comments

Advertisement