ছেলে হয়ে মেয়ের কন্ঠে কথা বলুন অথবা মেয়ে হয়ে ছেলের কন্ঠে কথা বলার সফটওয়্যার সাথে সিরিয়াল কি আছে বন্ধুরা, এবার অচেনা গলায় আপনার বন্ধু কিং...

কন্ঠস্বর বদলিয়ে কথা বলুন আপনার প্রেমিকার সাথে

ছেলে হয়ে মেয়ের কন্ঠে কথা বলুন অথবা মেয়ে হয়ে ছেলের কন্ঠে কথা বলার সফটওয়্যার সাথে সিরিয়াল কি আছে

বন্ধুরা, এবার অচেনা গলায় আপনার বন্ধু কিংবা বান্ধবীর সাথে কথা বলুন, একটি অসাধারন সফটওয়্যার এর দ্বারা, (APP দ্বারা ) । সফটওয়্যার টির নাম হল Voxal Voice Changer এই সফটওয়্যার,  Voxal Voice Changer দ্বারা  আপনি আপনার নিজের বা অন্য যে কারো গলার সুর বা কন্ঠ পরিবর্তন করতে পারবেন । Fullversion software Voxal Voice Changer সাথে সিরিয়াল কাই আছে ।
কন্ঠস্বর বদলিয়ে কথা বলুন আপনার প্রেমিকার সাথে

এই সফটওয়্যার এর মাধ্যমে আপনি যা যা করতে পারবেন

১. আপনার নিজের কন্ঠ পরিবর্তন করে মেয়ের কণ্ঠে রুপান্তরিত করতে পারবেন ।
২. যে কোন গান কে আপনি নিজের ইচ্চামত কন্ঠে রুপান্তরিত করতে পারবেন।
৩. আপনার প্রিয় জনকে বোকা বানাতে পারবেন কন্ঠ পরিবর্তন করে।
৪. আপনার নিজের কন্ঠকে এলিয়েন এর কন্ঠ বানাতে পারবেন।
৫. ছেলে হয়ে মেয়ের কন্ঠে Skype এ কথা বলতে পারবেন ।
৬. মেয়ে  হয়ে ছেলের কন্ঠে Skype এ কথা বলতে পারবেন ।
৭. ৮০ বছরের অস্প্রস্ট  গান ক্লিয়ার শুনতে পারবেন
এ ছাড়া আরও অনেক কিছু করতে পারবেন । আমি আপনাদের এই সফটওয়্যার টা ফুল ভার্শন দিলাম। সাথে সিরিয়াল কি আছে তাহলে দেরি না করে এখনি ডাউনলুড করে নিন ।
ডাউনলোড লিঙ্ক-

এরকম হাজার হাজার মোবাইল টিপস পেতে এখানে ক্লিক করুন।

কিংবা কম্পিউটার জগৎ (www.computerjajot.com)সাইটি ভিজিট করুন

ব্যাংকে ভাল চাকরি পাওয়ার আগ্রহ এখন অনেকের মধ্যেই। তাদের কথা মাথায় রেখেই নিয়ে আসা হল এক দুর্দান্ত অ্যাপ। ব্যাংকিংয়ের কেরিয়ারের ক্ষেত্রে...

ব্যাংকে চাকরি পেতে সাহায্য করবে নয়া অ্যাপ

 ব্যাংকে চাকরি পেতে সাহায্য করবে নয়া অ্যাপ

ব্যাংকে ভাল চাকরি পাওয়ার আগ্রহ এখন অনেকের মধ্যেই। তাদের কথা মাথায় রেখেই নিয়ে আসা হল এক দুর্দান্ত অ্যাপ। ব্যাংকিংয়ের কেরিয়ারের ক্ষেত্রে যা দারুণ সাহায্য করতে পারে। এমনই এক অ্যাপ নিয়ে এল TalentSprint. বিশেষত, যারা ছোট শহর বা গ্রামে থাকে, যাদের কাছে কোচিং দুষ্প্রাপ্য বিষয় তারা এই অ্যাপ থেকে যথেষ্ট উপকার পেতে পারেন বলে দাবি ওই সংস্থার।
সংস্থার এমডি ও সিইও শান্তনু পাল জানিয়েছেন, ‘এখন স্মার্টফোন আর শুধু শহরের ছেলেমেয়েদের মধ্যেই সীমাবদ্ধ নেই। সব এলাকাতেই ছড়িয়ে গিয়েছে। মেট্রো শহরের ছেলেমেয়েদের মতই যাতে সব এলাকার ছেলেমেয়েরা একই সুবিধা পায়, তার জন্যই এই নয়া পরিষেবা।’
BankersChoice  মোবাইল অ্যাপে থাকবে ফ্ল্যাশ কুইজ। গতি বাড়ানোর জন্য থাকবে নানা প্রশ্ন। রাখা হবে টিউটোরিয়াল ভিডিও। প্রত্যেকদিন আলাদা আলাদা প্রশ্ন দেওয়া হবে সেখানে। গুগল প্লে থেকে ডাউনলোড করতে হবে অ্যাপটি।
সংস্থার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট শ্রীধর কে জানান, ‘বর্তমানে নানাবিধ পরীক্ষার মাধ্যমে প্রচুর ছেলেমেয়েকে ব্যাংকে নিয়োগ করা হয়। গত পাঁচ বছরে প্রায় পাঁচ লক্ষ ছেলেমেয়ে চাকরি পেয়েছে এই সেক্টরে।’ হিন্দি কনটেন্ট সহ এই অ্যাপ অনেক সহযোগিতা করবে বলে মনে করছেন তিনি।
News Feed

মুশকিল আসান করে দিতে সংস্থার রিটেল আউটলেট সহজে খুঁজে পেতে ‘ ইন্ডিয়ান অয়েল ’ বাজারে নিয়ে এল এবার পেট্রোল পাম্প খুঁজে বের করার মোবাইল অ্য...

পেট্রল পাম্প খুঁজে দেবে মোবাইল অ্যাপ - Petrol Pump Search Android APP

মুশকিল আসান করে দিতে সংস্থার রিটেল আউটলেট সহজে খুঁজে পেতে ইন্ডিয়ান অয়েল বাজারে নিয়ে এল এবার পেট্রোল পাম্প খুঁজে বের করার মোবাইল অ্যাপ। গাড়ির জন্য পেট্রোল, ডিজেল কিংবা অন্যন্য জ্বালানি পদার্থ খুজচ্ছেন? খুঁজে পাছেন নাতো । এবার গাড়িতে জ্বালানি ভরতে তেলের সন্ধানে আর হন্যে হয়ে ঘুরতে হবে না।  জ্বালানি পদার্থ খুঁজে বের করার অ্যাপটির নাম ‘ফুয়েলঅ্যাটআইওসি’।
এটিও পড়ুন - জেনে নিন অন-লাইনে আয় করার গোপন কিছু সুত্র
এই অ্যাপটি অনায়াসে গুগল প্লে থেকে খুব সহজেই ডাউনলোড করা যাবে। সংস্থাটি জানিয়েছে, দেশজুড়ে তাদের ২৪ হাজারেরও বেশি আউটলেট আছে। সেগুলির অবস্থান কথায় কথায় আছে তা ধরা দেবে এই অ্যাপ।
পেট্রল পাম্প

ফুয়েলঅ্যাটআইওসি অ্যাপে কি কি সুবিধে আছে

  •  জানিয়ে দেবে তেলের দাম। 
  • জানিয়ে দেবে পেট্রোল পাম্পের অন্যান্য পরিষেবা ।
  •  থাকছে ভয়েস বেসড নেভিগেশনের সুবিধাও।
  • সংস্থার ‘আরও লোকেটার’ ও অন্যন্য ।
 এক্সট্রাপাওয়ার মোবাইল অ্যাপটি যথেষ্ট জনপ্রিয় হয়েছে বলে সংস্থার তরফে জানানো হয়েছে। তবে আর দেরি কেন এখুনি ডাউনলোড করে নিন। ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।

নতুন নতুন মোবাইল আপ , টিপস, কম্পিউটার সম্পর্কিত তথ্য ও অন্যন্য তথ্য পেতে এখানে ক্লিক করুন। এটি প্রথম প্রকাশিত হয় কম্পিউটার জগত সাইটে।

Advertisement