মুশকিল আসান করে দিতে সংস্থার রিটেল আউটলেট সহজে খুঁজে পেতে ‘ ইন্ডিয়ান অয়েল ’ বাজারে নিয়ে এল এবার পেট্রোল পাম্প খুঁজে বের করার মোবাইল অ্য...

পেট্রল পাম্প খুঁজে দেবে মোবাইল অ্যাপ - Petrol Pump Search Android APP

By 5:49:00 AM ,

মুশকিল আসান করে দিতে সংস্থার রিটেল আউটলেট সহজে খুঁজে পেতে ইন্ডিয়ান অয়েল বাজারে নিয়ে এল এবার পেট্রোল পাম্প খুঁজে বের করার মোবাইল অ্যাপ। গাড়ির জন্য পেট্রোল, ডিজেল কিংবা অন্যন্য জ্বালানি পদার্থ খুজচ্ছেন? খুঁজে পাছেন নাতো । এবার গাড়িতে জ্বালানি ভরতে তেলের সন্ধানে আর হন্যে হয়ে ঘুরতে হবে না।  জ্বালানি পদার্থ খুঁজে বের করার অ্যাপটির নাম ‘ফুয়েলঅ্যাটআইওসি’।
এটিও পড়ুন - জেনে নিন অন-লাইনে আয় করার গোপন কিছু সুত্র
এই অ্যাপটি অনায়াসে গুগল প্লে থেকে খুব সহজেই ডাউনলোড করা যাবে। সংস্থাটি জানিয়েছে, দেশজুড়ে তাদের ২৪ হাজারেরও বেশি আউটলেট আছে। সেগুলির অবস্থান কথায় কথায় আছে তা ধরা দেবে এই অ্যাপ।
পেট্রল পাম্প

ফুয়েলঅ্যাটআইওসি অ্যাপে কি কি সুবিধে আছে

  •  জানিয়ে দেবে তেলের দাম। 
  • জানিয়ে দেবে পেট্রোল পাম্পের অন্যান্য পরিষেবা ।
  •  থাকছে ভয়েস বেসড নেভিগেশনের সুবিধাও।
  • সংস্থার ‘আরও লোকেটার’ ও অন্যন্য ।
 এক্সট্রাপাওয়ার মোবাইল অ্যাপটি যথেষ্ট জনপ্রিয় হয়েছে বলে সংস্থার তরফে জানানো হয়েছে। তবে আর দেরি কেন এখুনি ডাউনলোড করে নিন। ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।

নতুন নতুন মোবাইল আপ , টিপস, কম্পিউটার সম্পর্কিত তথ্য ও অন্যন্য তথ্য পেতে এখানে ক্লিক করুন। এটি প্রথম প্রকাশিত হয় কম্পিউটার জগত সাইটে।

You Might Also Like

0 comments

Advertisement