আপনাদের যাদের ব্লগ আছে তাদের জন্য এই পোস্ট। অনেকে হয়তো বাংলা তারিখ ব্লগে কিংবা সাইট দেখাতে চাচ্ছেন কিন্তু পারছেন না বিশেষ করে তাদের জন্যই।...

বাংলা মাস ও সাল তারিখ দেখান আপনার ব্লগে ব্লগে -Bangla Date Year

By 9:09:00 PM ,

আপনাদের যাদের ব্লগ আছে তাদের জন্য এই পোস্ট। অনেকে হয়তো বাংলা তারিখ ব্লগে কিংবা সাইট দেখাতে চাচ্ছেন কিন্তু পারছেন না বিশেষ করে তাদের জন্যই। এই মুশকিল আসান করতে আজকের পোস্টি শেয়ার করা। চলুন শুরু করি-
বাংলা মাস ও সাল তারিখ

ছবিতে আশা করি দেখতেই পাচ্ছেন কি রকম দেখায় গেজেটটি , এখন আসি কিভাবে এটি ব্লগে যুক্ত করবেন ?
এই গেজেট টি যুক্ত করতে প্রথমে 
  • Blogger.com > লগইন করুন  
  • এরপর Blogger Dashboard  যান
  • তারপর Layout > থেকে Add Gadget এই খানে ক্লিক করুন 
  • এবার HTML/JavaScript  এটা সিলেক্ট করুন ।

এখন নিচের কোড গুলো পেষ্ট করুন :-
<script type="text/javascript" src="http://tareq.wedevs.com/bangla_date_widget.php"></script>
এখন Save করুন।

আজকের বাংলা তারিখ দেখুন -

You Might Also Like

0 comments

Advertisement