দিনাজপুরের নামকরণ ধারণা করা হয় প্রতাপশালী ব্যক্তি দানূজ রায়ের নাম হতে দিনাজপুর নামটি এসেছে। অন্যদিকে কারো মতে পঞ্চদশ শতকের প্রথমার্ধে উ...
দিনাজপুরের নামকরণ
ধারণা করা হয় প্রতাপশালী ব্যক্তি দানূজ রায়ের নাম হতে দিনাজপুর নামটি এসেছে। অন্যদিকে কারো মতে পঞ্চদশ শতকের প্রথমার্ধে উত্তর বাংলার রাজা গণেশ যখন গৌড়ের সিংহাসনে আরোহন করেন তখন "দনুজ মর্দন দেব" বা"দানূজ মর্দন দেব" উপাধি ধারন করেন। পরবর্তীতে এই উপাধি থেকে দিনাজপুর নাম হয়।একদিন দিনাজপুরে ছিল রাজবাড়ী। যেহেতু রাজবাড়ী যে মৌজায় অবস্থিত তার নাম দিনাজপুর তাই রাজার সন্মানার্থে এই জেলার ও শাসনাধিকরণ শহরটির নাম হয় দিনাজপুর।
About the Author
Mayself Mr. Malin Sarkar,i am part-time blogger, SEO founder of computerjagot.com and admin of pujadatetime.in and tipstweet.in. lorem.
0 comments