এক কথায় বলতে গেলে, Alexa (আলেক্সা) ট্রাফিক রাঙ্ক হচ্ছে ওয়েবসাইট এর Visitor, page views, visitors spending Time এর উপর ভিত্তি করে বিশ্ব ওয়েব...

২০০০ হাজার রিয়েল ভিসিটর নিন প্রতিদিন আপনার ব্লগ কিংবা সাইটের

By 8:38:00 AM ,

এক কথায় বলতে গেলে, Alexa (আলেক্সা) ট্রাফিক রাঙ্ক হচ্ছে ওয়েবসাইট এর Visitor, page views, visitors spending Time এর উপর ভিত্তি করে বিশ্ব ওয়েব রাঙ্কিং। যে সমস্ত ওয়েবসাইটের পরিদর্শক সংখ্যা বেশি এবং পরিদর্শকরা বেশি সময় ধরে ওয়েবসাইটি পরিদর্শন করে সেই সব ওয়েবসাইট রাঙ্কিং অন্যান্য সাইটের তুলনায় উপরে থাকে। Alexa রাঙ্কিংকে প্রধানত ২ ভাগে ভাগ করা থাকে
Alexa (আলেক্সা)

যেমন -
  1. Global Ranking
  2. Local Ranking.

Global Ranking: 

Global Ranking (গ্লোবাল রাঙ্কিং ) হচ্ছে সারা বিশ্বের মধ্যে ওয়েবসাইট রাঙ্ক। গোটা পৃথিবীর ওয়েবসাইটি কত নাম্বার রাঙ্কিং এ আছে তা দেখায় । এটি International Competition দেখায়।

Local Ranking:

Local Ranking ( লোকাল রাঙ্ক ) হচ্ছে নিজস্ব দেশের মধ্যে ওয়েবসাইটি কত নাম্বারে আছে। লোকাল রাঙ্কিং এ ওয়েবসাইট সমূহতার দেশের ওয়েবসাইট সমুহের মধ্যে Competition দেখায়।

Alexa কি ভাবে কাজ করে ?

বিভিন্ন টুলস এর মাধ্যমে এবং পরিদর্শক(Visitors) থেকে ডাটা গ্রহন করে আলেক্সা রাঙ্কিং প্রকাশ করে। যার
মধ্যে page views,visitor, traffic  এর referrer link ইত্যাদি উপর ভিত্তি করে রাঙ্কিং করে থাকে।

বর্তমানে আলেক্সা রাঙ্ক এর ১ নাম্বেরে আছে Google আর তার পরেই আছে সবার প্রিয় সামাজিক যোগাযোগের মাধ্যম Facebook ।

এবার হয়তো আপনিও ভাবছেন আপনার ব্লগ কিংবা ওয়েবসাইটের Alexa কমাবেন ? কিন্তু কিভাবে তার জন্যই আজকের এই পোস্ট। আজকে আমি নিয়ে এসেছি একটি চমৎকার এবং কার্যকারী ট্রিকস যা দিয়ে আপনি আপনার ব্লগ কিংবা অয়েব সাইটের নিমিষে Alexa rank কমিয়ে নিতে পারবেন খুব সহজে। এটি ১০০% কাজ করে। এটি দিয়ে আপনার সাইটে প্রতিদিন ২০০০ হাজার রিয়েল ভিসিটর পাবেন, একদম ফ্রীতে। অবশ্যই আপনার সাইটের ভিজিটর বেড়ে যাবে এটি ব্যবহার করলে আর একটি সাইটের ভিজিটর বেড়ে গেলেই আপনার সাইটের Alexa rank ভালো হবেই। মনে রাখুন এই সাইট থেকে যারাই আপনার সাইট ভিসিট করবে তারাও আপনার মতন সেবাটি উপভোগ করছে।  সুতরাং এটি কোন প্রকার ফেক হিট নয়।

কিভাবে ব্যবহার করবেন?


  •  প্রথমে এখনে ক্লিক করে রেজিস্টার করুণ।  (খুব সহজ শুধু একটি ইমেইল আইডি এবং পাসওয়ার্ড দিলেই হয়ে যাচ্ছে)
  • Alexa Plugin/toolbar টি ইন্সটল করুণ।
  • ড্যাশবোর্ড থেকে নিজের সাইটের লিংক দিয়ে সেভ দিন।
  • এবার Launch Autosurf দিলেই কাজ শুরু হয়ে যাবে। এটি দিয়ে আপনার কম্পিউটার অন রেখে ঘুমিয়ে পরুন। সকালে উঠে দেখবেন অনেক পয়েন্ট পেয়ে গেছেন। আপনি অন্যদের সাইট ভিজিট করলে নিজের সাইটে একটি ফিরতি ভিজিট পাচ্ছেন। সব কিছু অটো হয়ে যাবে আপনাকে কিছু করতে হবেনা শুধু এটি অন করে রাখলেই বাকি কাজ নিজে নিজে হতে থাকবে।

You Might Also Like

0 comments

Advertisement