ভ্রূণের লিঙ্গ নির্ধারনের বিজ্ঞাপন কেন সরানো হয়নি। এবিষয়ে গুগল ইন্ডিয়া, ইয়াহু ইন্ডিয়া ও মাইক্রোসফটের কাছে রিপোর্ট তলব করল সুপ্রিম কোর্ট। ...

বিতর্কিত বিজ্ঞাপন ছেপে আদালত কোপে গুগল-ইয়াহু

By 11:04:00 PM , , ,

 বিতর্কিত বিজ্ঞাপন ছেপে আদালত কোপে গুগল-ইয়াহুভ্রূণের লিঙ্গ নির্ধারনের বিজ্ঞাপন কেন সরানো হয়নি। এবিষয়ে গুগল ইন্ডিয়া, ইয়াহু ইন্ডিয়া ও মাইক্রোসফটের কাছে রিপোর্ট তলব করল সুপ্রিম কোর্ট। আগামী দু'সপ্তাহের মধ্যে এবিষয়ে রিপোর্ট পেশ করতে নির্দেশ দেওয়া হয়েছে। এই বিজ্ঞাপনে ভারতীয় আইন ভঙ্গ করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে এই সংস্থাগুলির বিরুদ্ধে। বিজ্ঞাপনগুলি ব্লক করতে বলা হলেও তা এখনও কেন করা হয়নি সেবিষয়ে রিপোর্ট চাওয়া হয়েছে। মঙ্গলবার বিচারপতি দীপক মিশ্র ও আর বানুমতীর বেঞ্চ রিপোর্ট পেশ করার নির্দেশ দিয়েছে।
এবিষয়ে জনস্বার্থ মামলা দায়ের করেছিলেন সাবু ম্যাথু জর্জ নামে এক ব্যক্তি। এই বিজ্ঞাপনে ভারতের আইন বিধি ভঙ্গ করা হয়েছে বলে অভিযোগ। এই বিজ্ঞাপন অবিলম্বে তুলে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু এই নির্দেশিকা থাকা সত্ত্বেও এখনও এই সংস্থাগুলি বিজ্ঞাপনটি ব্লক করেনি বলে জানানো হয়েছে। দেশে মেয়েদের সংখ্যা কমে যাচ্ছে, এই বিষয়টিও উঠে আসে এদিনের শুনানিতে।
এর আগে একাধিকবার বিভিন্ন রাজ্যকে এই ইস্যু নিয়ে সতর্কবার্তা দিয়েছে সুপ্রিম কোর্ট। সোর্স - bengali.kolkata24x7.com


You Might Also Like

0 comments

Advertisement