উধাও প্রশ্নপত্র: পিছিয়ে গেল প্রাথমিকের টেট
পিছিয়ে গেল প্রাথমিকের টেট। ৩০ অগাস্ট যে
টেট পরীক্ষা হওয়ার কথা ছিল সেই পরীক্ষা পিছিয়ে আগামী ৪ অক্টোবর হবে বলে
জানলেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। শুক্রবার সকালে শিক্ষা দফতরে
আধিকারিকদের সঙ্গে একটি বৈঠক করেন তিনি। তারপরই এই সিদ্ধান্তের কথা
জানিয়েছেন শিক্ষামন্ত্রী।
বৃহস্পতিবার মধ্যশিক্ষা পর্ষদ জানায়,
বস্তবন্দি টেটের প্রশ্নপত্র উধাও হয়ে গিয়েছে। ফলে প্রশ্ন ফাঁসের আশঙ্কা করা
হয়। তারপরই জরুরী বৈঠক ডাকেন শিক্ষামন্ত্রী। এপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে
পার্থ চট্টোপাধ্যায় জানান, কিভাবে এই প্রশ্নপত্র উধাও হয়ে গেল তা তদন্ত
করে করে দেখবে শিক্ষা দফতর। ডাক বিভাগের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া
হবে বলেও আশ্বাস দেন তিনি।
পাসাপাশি, গত বছর যাঁরা পরীক্ষা দিয়েছিলেন
সেইসব পরীক্ষার্থীদের এবছর অনলাইনে অ্যাকনলেজমেন্ট নিয়ে নেওয়ার কথা ছিল।
কিন্তু, অনকেএই তা পাননি। তাদের অ্যাকনলেজমেন্ট নেওয়ার জন্য আগামী ৩১
অগাস্ট থেকে সাতদিন সময় দেওয়া হবে। একথাও ঘোষণা করেন শিক্ষামন্ত্রী। সোর্স - http://www.bengali.kolkata24x7.com/tet-question-leaked-steps-ti-be-taken.html
পরবর্তী খবরের জন্য আমাদের ব্লগে চোখ রাখুন ......।
0 comments