কি ভাবে পেনড্রাইভ ও মেমরি কার্ড থেকে রাইট প্রোটেকশন দূর করবেন
আজ শেয়ার করবো কিভাবে পেনড্রাইভ ও মেমরি কার্ড থেকে রাইট প্রোটেকশন দূর করবেন । পেনড্রাইভ (Pen drive) বা মেমরি কার্ডে আজ আমদের নিত্য প্রয়োজনীয় সঙ্গী । বর্তমানে ভাইরাসের আক্রমন বা রেজিস্ট্রি হ্যাকের মাধ্যমে স্টোরেজ ডিভাইসকে রাইট প্রটেক্টেড করা একটি কমন প্রবলেম হয়ে দাঁড়িয়েছে। তবে আসুন জেনে নিই কিভাবে কি ভাবে পেনড্রাইভ ও মেমরি কার্ড থেকে রাইট প্রোটেকশন দূর করবো ।
যে ভাবে করতে হবে-
প্রথম পদ্ধতিঃ
> পেনড্রাইভটি পিসিতে কানেক্ট করুন এবং দেখে নিন পেনড্রাইভটি পিসির কোন ড্রাইভলেটার (যেমন, K, L ইত্যাদি) হিসেবে কাজ করছে।
> Start থেকে Run এ গিয়ে regedit লিখে এন্টার দিন।
> এবার নিচের লাইন অনুসারে যেতে থাকুন (কোন অপশনে ডাবল ক্লিক করলে সেই অপশনটি খুলে যাবে) ঃ
আপনার কম্পিউটারে StorageDevicePolicies খুঁজে না পেলে এখান থেকে মাত্র ১১১ বাইটের একটি ফাইল ডাউনলোড করে নিয়ে ডাবল ক্লিক করলে অটোম্যাটিকভাবে অপশনটি চলে আসবে।
> এবার StorageDevicePolicies এর অধিনে থাকা ডানপাশের WriteProtect ডাবল ক্লিক করুন।
> এখানে Value data যত থাকুক ০ (শুন্য) করে দিয়ে Ok করে দিন।
> রেজিস্ট্রি এডিটর ক্লোজ করে পিসি রিস্টার্ট দিয়ে পুনরায় পেনড্রাইভ রিকানেক্ট করুন।
দ্বিতীয় পদ্ধতিঃ
> Start থেকে Run এ গিয়ে cmd লিখে এন্টার দিন।
> CHKDSK X: /F লিখে এন্টার দিন। লক্ষ্য করুন, এখানে X কে পেনড্রাইভের ড্রাইভ লেটার হিসেবে ইউজ করা হয়েছে।
কোন অসুবিধে হলে কমেন্ট করুন। ধন্যবাদ।
যে ভাবে করতে হবে-
কিভাবে স্টোরেজ ডিভাইস নিয়ন্ত্রন করবেন ? উপডেট ২০১৫
- ১) উক্ত ডিভাইস থেকে কোন ফাইল বা ফোল্ডার কপি বা মুভ করা যায় না।
- ২) ডিভাইসটি ফরম্যাট করা যায় না।
- ৩) সম্পূর্ণ ডিভাইসটি রাইট প্রটেক্টেড হয়ে থাকে।
সমাধানঃ
অনেক সময় পেনড্রাইভ বা মেমরি কার্ডের সুইচ এর কারণেও এই সমস্যা হতে পারে। মেমরি কার্ডের সুইচ সাধারনত অ্যাডাপটরের গায়ে বসান থাকে। সুতরাং দেখে নিন সুইচ অফ করা আছে কিনা।প্রথম পদ্ধতিঃ
> পেনড্রাইভটি পিসিতে কানেক্ট করুন এবং দেখে নিন পেনড্রাইভটি পিসির কোন ড্রাইভলেটার (যেমন, K, L ইত্যাদি) হিসেবে কাজ করছে।
> Start থেকে Run এ গিয়ে regedit লিখে এন্টার দিন।
> এবার নিচের লাইন অনুসারে যেতে থাকুন (কোন অপশনে ডাবল ক্লিক করলে সেই অপশনটি খুলে যাবে) ঃ
HKEY_LOCAL_MACHINE\ SYSTEM\ CurrentControlSet\ Control\ StorageDevicePolicies
আপনার কম্পিউটারে StorageDevicePolicies খুঁজে না পেলে এখান থেকে মাত্র ১১১ বাইটের একটি ফাইল ডাউনলোড করে নিয়ে ডাবল ক্লিক করলে অটোম্যাটিকভাবে অপশনটি চলে আসবে।
> এবার StorageDevicePolicies এর অধিনে থাকা ডানপাশের WriteProtect ডাবল ক্লিক করুন।
> এখানে Value data যত থাকুক ০ (শুন্য) করে দিয়ে Ok করে দিন।
> রেজিস্ট্রি এডিটর ক্লোজ করে পিসি রিস্টার্ট দিয়ে পুনরায় পেনড্রাইভ রিকানেক্ট করুন।
দ্বিতীয় পদ্ধতিঃ
> Start থেকে Run এ গিয়ে cmd লিখে এন্টার দিন।
> CHKDSK X: /F লিখে এন্টার দিন। লক্ষ্য করুন, এখানে X কে পেনড্রাইভের ড্রাইভ লেটার হিসেবে ইউজ করা হয়েছে।
কোন অসুবিধে হলে কমেন্ট করুন। ধন্যবাদ।
0 comments