ফেসবুকে ফ্যান পেজে লাইক নেবার জন্য অনেকে অনেক উপায় অবলম্বন করে। অনেকে ডলার খরচ করে ফেসবুক লাইক ক্রয় করেন। আজ আমি এই পোষ্টে একটি সহ...

ফেসবুকে থেকে টাকা আয় করার সঠিক ও সহজ পথ

By 9:54:00 AM , ,

ফেসবুকে ফ্যান পেজে লাইক নেবার জন্য অনেকে অনেক উপায় অবলম্বন করে। অনেকে ডলার খরচ করে ফেসবুক লাইক ক্রয় করেন। আজ আমি এই পোষ্টে একটি সহজ উপায় ও অল্প সময়ে কিভাবে বেশি Like পাওয়া যায় তা আলোচনা করছি। যারা জানেন তারাও এক বার চোখ বুলিয়ে নিতে পারেন। এখানে শুধু ফেসবুক লাইকই নয়, আপনি চাইলে Google+ Flower , YouTube Subscriber,Twitter Flower,RSS Flower ইত্যাদি কাজ সহজে করে নিতে পারেন।
 এছাড়াও আপনি চাইলে কোন কম্পানির হয়ে লাইক কিনে দিয়ে তার কাছে টাকা পেতে পারেন কিংবা আপনার নিজস্ব ফ্যান পেজ থেকে কোন কোন কম্পানির অ্যাফিলিয়েট কাজ করেও টাকা পেতে পারেন। তাছারা ও আপনি কোন পেজে লাইক দিয়ে ডলার পাবেন। এক কথায় আপনার ফ্যান পেজের লাইক বেশি থাকলে আপনি ফেসবুককে টাকা আয়ের উত্তম উৎস হিসাবে পেতে পারেন। এখান থেকে আপনি paypal এর মাধ্যমে টাকা উত্তলন করতে পারবেন। তবে এব্যাপারে পরবর্তী পোষ্টে আলোচনা করবো।
ফ্যান পেজ লাইক

এ জন্য যা করতে হবে-

১। এখানে ক্লিক করে প্রথমে Register করুন।
২। Registration করে নেবার পর আপনার Email এ একটি Activation Code পাবেন।
৩। এবার Email Id খুলে  একটিভ করে নিন।
৪। এবার তাদের সাইটে User Name ও Password দিয়ে লগ ইন করুন ।
৫। এরপর Like চিহ্নে ক্লিক করুন। নিচের ছবিটি অনুসরণ করতে পারেন । হলুদ রং দ্বারা বুঝানো হয়েছে। 
ফ্যান পেজ লাইক
৬। এরপর  নিচের ছবিটি মতো দেখতে পাবেন। প্রথমে Like চিহ্নে ক্লিক করুন। দেখবেন নতুন একটি পেজ ওপেন হবে সেখানে ফ্যান পেজে Like দিন এবং পুনরায় আগের পেজে ফিরে আসুন। এবার Confirm এ ক্লিক করুন দেখবেন আপনার অ্যাকাউন্ট ডলার যুক্ত হবে। এভাবে পেজ লাইক দিন এবং confirm করুন। পেজ শেষ হলে Refresh করুন। 
ফ্যান পেজ লাইক

কিভাবে ফ্যান পেজ যুক্ত করবেন?

  • প্রথমে Add Facebook Page এ ক্লিক করুন। প্রয়োজনে নিচের ছবিটি লক্ষ্য করতে পারেন।
ফ্যান পেজ লাইক

  •  এরপর ফ্যান পেজের টাইটেল , পেজ URL, CPC, Point এবং শেষে Add page এ ক্লিক করুন। চাইলে দেশ নির্ধারণ করে দিতে পারেন। 

ফ্যান পেজ লাইক

আপনার অ্যাকাউন্ট এ point যথেষ্ট থকলেই, একদিন পর লক্ষ্য করুন আপনার ফ্যান পেজের লাইক ১০০০+ হয়ে গেছে। এছাড়াও আপনার Referrals Id দিয়ে Extra ইনকাম করতে পারেন।  তবে আর দেরি কেন? নিন Extra ইনকাম। রেজিস্টার করুন আর পেয়ে যান ১০০০+ ফ্যান , অল্প সময়ে। সমস্যা হলে সমস্যা ও সমাধান বিভাগে কমেন্ট করুন। ধন্যবাদ।

Read more: http://www.computerjajot.com/2014/09/how-to-get-more-fecebook-fanpage-like-inminute.html#ixzz3UO3ZLdxF

You Might Also Like

1 comments

  1. Hello!
    I'm the partner representative at www.instaforex.com
    I'd like to take this opportunity and invite you to join us.
    We offer an Extremely high commissions and the best service online.

    I'll be more than happy to start working with you and introduce to you few of our offers.

    If you are interested to get involved in high commission based program, please contact me .

    ReplyDelete

Advertisement