আজ শেয়ার করবো কিভাবে পোষ্টের মাঝে Google Adsense কিংবা অন্য অ্যাডসেন্স নেটওয়ার্কের অ্যাড যুক্ত করা যায় । এটা করতে গেলে যা করা প্রয়োজন তা হল...

কিভাবে ব্লগে পছন্দ মতো জায়গায় এডসেন্স কোড যুক্ত করবেন ?

By 10:47:00 PM ,

আজ শেয়ার করবো কিভাবে পোষ্টের মাঝে Google Adsense কিংবা অন্য অ্যাডসেন্স নেটওয়ার্কের অ্যাড যুক্ত করা যায় । এটা করতে গেলে যা করা প্রয়োজন তা হল data:post.body এই কোড'কে দুই ভাগে ভাগ করে ফেলতে হবে, এবং এডসেন্স কোড এই দুই ভাগের মাঝেই দিতে হবে। 
এটিও পড়ুন - ছাত্র ছত্রী দের অনলাইনে আয় করার সাত সতেরো
 যেভাবে Read More-এর জন্য জাম্প ট্যাগ দেওয়া হয়, ঠিক সেইরকমের প্রয়োজন, এবং এক্ষেত্রে যেমন 

কিভাবে ব্লগে পছন্দ মতো জায়গায় এডসেন্স কোড যুক্ত করবেন ?


আমরা লিখি -
<!-- more -->
এইভাবে তেমনি এডসেন্স দেওয়ার জন্য শুধু লিখে দেবো -
<!-- adsense -->
তাহলে এর জন্য প্রয়োজনীয় কোড কেমন হবে? সর্বপ্রথমেই ব্লগস্পট টেমপ্লেটে খুঁজে নিন -
<data:post.body/>
এবারে এই লাইন মুছে দিয়ে নিচের কোড দিতে হবে -
<div expr:id='"aim1" +
data:post.id'></div>

<div style="clear:both;
margin:10px 0">
    !-- এখানে আপনার এড ইউনিট কোড বসাবেন -->

</div> <div expr:id='"aim2" + data:post.id'>
    <data:post.body/>
</div> <script type="text/javascript"> var obj0=document.getElementById("aim1<data:post.id/>"); var obj1=document.getElementById("aim2<data:post.id/>"); var s=obj1.innerHTML; var r=s.search(/\x3C!-- adsense --\x3E/igm); if(r>0) {obj0.innerHTML=s.substr(0,r);obj1.innerHTML=s.substr(r+16);} </script>
আপনার ব্লগের পোস্ট কলাম যতোখানি চওড়া সেই অনুযায়ী একটি কিম্বা দুটি এড ইউনিট দিতে পারেন। এখানে দুটি ২৫০x২৫০ এড ইউনিট দেওয়া হয়েছে। এবারে পোস্ট লিখে যান, এবং যেখানে ইচ্ছা সেখানেই এডসেন্স দিয়ে দিন। পোস্ট লেখার সময়ে Edit HTML'এ যেতেও হবেনা, নিচের কোডটি লিখে দেবেন কেবল -
<!-- adsense -->
যদি এটা লিখতে ভুলেও যান, তবুও সমস্যা নেই কারন এডসেন্স দেখা যাবে পোস্টের শুরুতেই, প্রথম প্যারাগ্রাফ শুরুর আগের লাইনে দেখা যাবে। এবারে যে যেরকম সুন্দরভাবে এড ইউনিট বানাবেন, ততো সুন্দর ভাবে তা পোস্টের লেখার সাথে মিশে যাবে এবং এডসেন্স বলে মনেই হবেনা (Ads by Google লেখাটা ছাড়া)।
*** যেকোনো ধরনের টেমপ্লেট এডিটিং করার আগে আপনার টেমপ্লেটের ব্যাকআপ নিয়ে নেবেন। *** 
নোট-
এইভাবে এডসেন্স কোড বসানোর আগে কোড ব্লক'টি HTML Parser দিয়ে পার্সিং করে নেবেন।

You Might Also Like

0 comments

Advertisement