সাধারন জ্ঞান প্রশ্ন ও উত্তর পর্ব- ১    প্রশ্ন : নিউইয়র্ক কোন নদীর তীরে অবস্থিত?   উত্তর : হাডসন।     প্রশ্ন : বৈদ্যুতিক পাখা ...

সাধারন জ্ঞান প্রশ্ন ও উত্তর

By 12:23:00 AM ,

সাধারন জ্ঞান প্রশ্ন ও উত্তর পর্ব- ১ 

সাধারন জ্ঞান প্রশ্ন ও উত্তর

 

  • প্রশ্ন : নিউইয়র্ক কোন নদীর তীরে অবস্থিত?
  •  উত্তর : হাডসন। 
  •  প্রশ্ন : বৈদ্যুতিক পাখা আবিষ্কার করেন কে? 
  •  উত্তর : এস এস হুইলার। 
  •  প্রশ্ন : ‘আমি বীরঙ্গনা বলছি’ প্রবন্ধটির লেখক কে?
  • উত্তর : ড. নীলিমা ইব্রাহীম।
  • প্রশ্ন : থ্রি-টাইগারস বলতে কোন কোন দেশকে বোঝায়? 
  •  উত্তর : জাপান, জার্মানি ও ইতালি। 
  •  প্রশ্ন : বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠিত হয় কত সালে? 
  •  উত্তর : ১৯৫২ সালে। 
  •  প্রশ্ন : পৃথিবী তৈরির প্রধান উপাদান কী? 
  •  উত্তর :অ্যালুমিনিয়াম।  
  • প্রশ্ন : পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তি কবে সম্পাদিত হয়?
  • উত্তর : ২ ডিসেম্বর, ১৯৯৭। 
  • প্রশ্ন : ‘সুপার নোভা’ আসলে কী?
  • উত্তর : মৃত তারকা। 
  • প্রশ্ন : বলাইচাঁদ মুখোপাধ্যায়ের ছদ্মনাম কী?
  •  উত্তর : বনফুল।
  •  প্রশ্ন : বাংলাদেশ সিটিবিটি অনুমোদনকারী কততম দেশ?
  •  উত্তর : ২৮তম।
  •  প্রশ্ন : বিবিসি প্রতিষ্ঠিত হয় কত সালে?
  •  উত্তর : ১৯২২ সালে।
  •  প্রশ্ন : হিটলারের গোপন পুলিশ বাহিনীর নাম কী ছিল?
  •  উত্তর :গেস্টাপো।
  •  প্রশ্ন : ২০১২ সালের ‘বিশ্ব শিশু পরিস্থিতি’প্রতি বেদনের তথ্য অনুসারে,বিশ্বে মেগাসিটির সংখ্যা কয়টি?
  •  উত্তর :২১টি।
  •  প্রশ্ন : সাধারণত কোন সময়ে মঙ্গা দেখা দেয়?
  •  উত্তর :ভাদ্র- আশ্বিন-ক¬র্তিক মাসে।
  •  প্রশ্ন : উড পেন্সিলের সিস তৈরি হয় কী দিয়ে? 
  •  উত্তর : গ্রাফাইট।
  •  প্রশ্ন : রাশিয়ার বিমান সংস্থার নাম কী?
  •  উত্তর : এরোফ্লোঁ।
  •  প্রশ্ন : ময়লার দুর্গন্ধ ছড়িয়ে পড়ে কোন প্রক্রিয়ায়?
  •  উত্তর : ব্যাপন প্রক্রিয়ায়।
  •  প্রশ্ন : ‘ক্রীতদাসের হাসি’ উপন্যাসের রচয়িতা কে?
  •  উত্তর : শওকত ওসমান।
  •  প্রশ্ন : বাংলাদেশের সংবিধান কার্যকর হয় কোন তারিখে?
  •  উত্তর : ১৬ ডিসেম্বর, ১৯৭২ সালে।
  •  প্রশ্ন : বিশ্বের গভীরতম খাল কোনটি?
  •  উত্তর : পানামা খাল। প্রশ্ন : ‘দারিদ্র্য’ কবিতাটি নজরুলের কোন কাব্যের অন্তর্গত?
  • উত্তর : সিন্ধু হিন্দোল কাব্যের।
  • প্রশ্ন : যে সব নিউক্লিয়াসের নিউট্রন সংখ্যা সমান কিন্তু ভর সংখ্যা অসমান,তাদের কী বলা হয়?
  • উত্তর : Isotone
  • প্রশ্ন : বাংলা সাহিত্যে প্রথম জীবনীকাব্য কাকে অবলম্বন করে রচিত হয়?
  • উত্তর :শ্রীচৈতন্যদেবকে।
  • প্রশ্ন : সংকর ধাতু পিতলের উপাদান কী কী?
  • উত্তর : তামা ও দস্তা।
  • প্রশ্ন : সাধারণ মোঁর গাড়ির ইঞ্জিনে কয়টি পিস্টন থাকে?
  • উত্তর : ৪টি।
  • প্রশ্ন : বাংলা সাহিত্যের প্রথম ইতিহাস গ্রন্থ কোনটি?
  • উত্তর : বঙ্গভাষা ও সাহিত্য।
  • প্রশ্ন : বাংলাদেশ জাতিসংঘের কততম সদস্য?
  • উত্তর : ১৩৬তম।
  • প্রশ্ন : পৃথিবীর সবচেয়ে বড় মন্দিরের নাম কী?
  • উত্তর : অ্যাক্টভর্ঁা।
  • প্রশ্ন : রেকটিফাইড স্পিরিট হলো_
  • উত্তর : ৯৫% ইথাইল অ্যালকোহল + ৫% পানি।
  • প্রশ্ন : রিকেটস হয় কোন ভিটামিনের অভাবে?
  • উত্তর : ভিটামিন ডি।
  • প্রশ্ন : বিশ্ব জীববৈচিত্র্য দিবস কত তারিখে?
  • উত্তর : ২২ মে।
  • প্রশ্ন : প্রাথমিক শিক্ষা বাস্তবায়নে যে প্রতিষ্ঠান দায়িত্ব পালন করে তার নাম কী?
  • উত্তর : ডিপিই।

You Might Also Like

1 comments

  1. একুশে ফাউন্ডেশন কত সালে প্রতিষ্ঠা করা হয়েছিল এবং মূল শ্লোগান কি

    ReplyDelete

Advertisement