১০ মে প্রকাশিত হল মাধ্যমিকের ফল। এবছর মাধ্যমিক পরীক্ষা দিয়েছিল ১১ লাখ ৫৩ হাজার ৪৩২ জন। পাশের হার ৮২.৭৪ শতাংশ। একনজরে দেখে নেওয়া যাক মাধ্যমিকে প্রথম ১০ স্থানাধিকারীর নাম।
প্রথম দশ জনের তালিকা ও স্কুলের নাম
প্রথম, শৌভিক বর্মন(৬৮৩), মাথাভাঙা হাইস্কুল।
দ্বিতীয়, তিতাস দুবে(৬৮২), সিমলাপাল মঙ্গলময়ী বালিকা বিদ্যামন্দির।
দ্বিতীয়, দেবদত্তা পাল(৬৮২), গুটিয়াবাজার বিনোদিনী গার্লস হাইস্কুল।
দ্বিতীয়, রমিক দত্ত(৬৮২), দুবরাজপুর শ্রী শ্রী সারদা বিদ্যাপীঠ।
তৃতীয়, শুভ্রজিৎ মণ্ডল(৬৮১), চাকদা রামলাল অ্যাকাডেমি।
তৃতীয়, অনিক ঘোষ(৬৮১), রামপুরহাট জিতেন্দ্রলাল বিদ্যাভবন।
চতুর্থ, অনিকেত মিশ্র(৬৮০), পূর্ব মেদিনীপুর জ্ঞানদীপ উচ্চ বিদ্যালয়।
চতুর্থ, কৌস্তভ রায়(৬৮০), কাটোয়া কাশীরাম দাস ইন্সটিটিউশন।
চতুর্থ, তনুজা দাস(৬৮০), আলিপুরদুয়ার কামাখ্যাগুড়ি গার্লস হাইস্কুল।
চতুর্থ, রাজদীপ গঙ্গোপাধ্যায়(৬৮০), বালুরঘাট হাইস্কুল।
চতুর্থ, রত্নদীপ ভট্টাচার্য(৬৮০), বালুরঘাট হাইস্কুল।
পঞ্চম, শৌভিক মণ্ডল(৬৭৯), পুরুলিয়া শিক্ষা নিকেতন।
পঞ্চম, শৌরজিৎ মাইতি(৬৭৯), সুন্দরবন আদর্শ বিদ্যামন্দির।
পঞ্চম, সোহম চৌধুরী(৬৭৯), শ্রী রামকৃষ্ণ শিশুতীর্থ হাইস্কুল।
পঞ্চম, আদর্শ হাজরা(৬৭৯), পূর্ব মেদিনীপুর কিশোরনগর সচিন্দ্র শিক্ষা সদন
পঞ্চম, শায়রী ভট্টাচার্য(৬৭৯), চুঁচুড়া বালিকা বিদ্যা মন্দির।
পঞ্চম, বিশাল গঙ্গোপাধ্যায়(৬৭৯), বাঁকুড়া ওন্দা হাইস্কুল।
পঞ্চম, অন্বেষা মিত্র(৬৭৯), রায়গঞ্জ গার্লস হাইস্কুল।
পঞ্চম, মেঘাশ্রিতা দাস(৬৭৯), মালদা বার্লো গার্লস হাইস্কুল।
পঞ্চম, মধুরিমা ঘোষ(৬৭৯), মালদা বার্লো গার্লস হাইস্কুল।
ষষ্ঠ, দেবাঞ্জন বাসু রায়(৬৭৮), চাকদা রামলাল অ্যাকাডেমি।
ষষ্ঠ, সৌমেন্দু বাগ(৬৭৮), রামপুরহাট জিতেন্দ্রলাল বিদ্যামন্দির।
সপ্তম, সৌরদীপ নাথ(৬৭৭), উত্তরপাড়া মডেল স্কুল।
সপ্তম, মনসিজ রায়(৬৭৭), কালনা অম্বিকা মহিষমর্দিনী হাইস্কুল।
সপ্তম, মৈত্রিশ ঘোষ(৬৭৭), পূর্বস্থলী নীলমনি ব্রহ্মচারী ইন্সটিটিউশন।
সপ্তম, পম্পা সিনহা মহাপাত্র(৬৭৭), চুঁচুড়া বালিকা বানী মন্দির।
সপ্তম, রিদম কুমার দাস(৬৭৭), কামাখ্যাগুড়ি হাইস্কুল।
অষ্টম, তমোঘ্ন চট্টোরাজ(৬৭৬), হাওড়া জেলা স্কুল।
অষ্টম, অনুভব চক্রবর্তী(৬৭৬), পুরুলিয়া জেলা স্কুল।
অষ্টম, সৌম্যজিৎ চক্রবর্তী(৬৭৬), পুরুলিয়া জেলা স্কুল।
অষ্টম, সৌম্যদীপ পাইরা(৬৭৬), বেলদা গঙ্গাধর অ্যাকাডেমি।
অষ্টম, অনিতেশ রায়চৌধুরী(৬৭৬), মগরা উত্তমচন্দ্র হাইস্কুল।
অষ্টম, অর্ঘ্য পাল(৬৭৬), বাঁকুড়া জেলা স্কুল।
অষ্টম, পরিচয় ভট্টাচার্য(৬৭৬), হেতলা হাইস্কুল।
অষ্টম, সৌমিত্র দাস(৬৭৬), মালদা রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যামন্দির।
অষ্টম, ফারহাদ কবির(৬৭৬), মানিকচক শিক্ষানিকেতন।
অষ্টম, মানসী প্রমাণিক(৬৭৬), গাজোল শ্যামসুখি বালিকা শিক্ষা নিকেতন।
নবম, দিশা হোড়(৬৭৫), হাবড়া কামিনী কুমার গার্লস হাইস্কুল।
নবম, শ্রীজিতা দাস(৬৭৫), সারদা বিদ্যাপীঠ হাইস্কুল।
নবম, শ্রেয়াংশ চট্টোপাধ্যায়(৬৭৫), নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন।
নবম, রাতুল মালি(৬৭৫), সুন্দরবন আদর্শ বিদ্যামন্দির।
নবম, শৌমিলি বসাক(৬৭৫), শ্রীরামপুর গার্লস হাইস্কুল।
নবম, সায়নদীপ অধিকারী(৬৭৫), জয়নগর নস্করপাড়া এফ সি হাই স্কুল।
নবম, নীলাঞ্জন পাত্র(৬৭৫), কংশাবতী শিশু বিদ্যালয়।
নবম, দিশারী পাল(৬৭৫), সবং ময়না বিবেকানন্দ কন্যা বিদ্যাপীঠ।
নবম, স্নেহা সামন্ত(৬৭৫), দীঘা দেবেন্দ্রলাল জগবন্ধু শিক্ষাসদন।
নবম, ত্রিশা পাল(৬৭৫), ডাবচা নবকলা হাইস্কুল।
নবম, দিশা দে(৬৭৫), ঝাড়গ্রাম রানি বিনোদিনী গার্লস হাইস্কুল।
নবম, সাগ্নিক ঘোষ(৬৭৫), হুগলী কাপশীট হাইস্কুল।
নবম, সৌরদীপ দাস(৬৭৫), জেন্সকিন্স স্কুল।
নবম, সুবর্ণ মণ্ডল(৬৭৫), চাঁচল সিদ্ধেশ্বরী হাইস্কুল।
দশম, যিষ্ণু বিশ্বাস(৬৭৪), কৃষ্ণনগর কলিজিয়েট স্কুল।
দশম, সৌম্যজিত বিশ্বাস(৬৭৪), চাকদা রামলাল অ্যকাডেমি।
দশম, সংকেত ভট্টাচার্য(৬৭৪), উষুমপুর আদর্শ উচ্চ বিদ্যালয়।
দশম, সোহম মজুমদার(৬৭৪), পুরুলিয়া জেলা স্কুল।
দশম, ঋত্বিক মণ্ডল(৬৭৪), আসানসোল রামকৃষ্ণ মিশন।
দশম, অনির্বান চট্টোপাধ্যায়(৬৭৪), জিরাট কলোনি স্কুল।
দশম, অর্ণব কুণ্ডু(৬৭৪), বাঁকুড়া জেলা স্কুল।
দশম, শুভম মিশ্র(৬৭৪), সেন্ট অ্যান্ড্রুজ় হাইস্কুল।
দশম, শাহরুখ নাওয়াজ(৬৭৪), গিরিপুর পুরনোগ্রাম বৈকন্ঠনাথ হাইস্কুল।
দশম, মেহেদ উদ জ়ামান(৬৭৪), জেকিন্স স্কুল।
দশম, মৃগাঙ্ক বসু(৬৭৪), গোপালনগর MSS হাইস্কুল।
দশম, তনুমিতা রায়(৬৭৪), রায়গঞ্জ গার্লস হাইস্কুল।
দশম, তুহিন রায়(৬৭৪), রায়গঞ্জ করোনেসন হাইস্কুল।
দশম, প্রত্যয় সেন গুপ্তা(৬৭৪), মালদা রামকৃষ্ণ মিশন বিদ্যামন্দির।