আমরা সাধারনত ওয়ার্ডপ্রেস সাইটে রেজিস্টার করি নাম ,পাসওয়ার্র্ড এবং ইমেল দিয়ে কিন্তু লগিন করতে হয় শুধু নাম এবং পাসওয়ার্ড দিয়ে ।আজকে থেকে আ...

ওয়ার্ডপ্রেস সাইটে ইমেল দিয়ে লগিন এর সুবিধা যুক্ত করুন - Wordpress


আমরা সাধারনত ওয়ার্ডপ্রেস সাইটে রেজিস্টার করি নাম ,পাসওয়ার্র্ড এবং ইমেল দিয়ে কিন্তু লগিন করতে হয় শুধু নাম এবং পাসওয়ার্ড দিয়ে ।আজকে থেকে আপনি ইচ্ছা করলেই আপনার সাইটের ইউজারনেম এবং পাসওয়ার্ড দিয়ে লগিন এর সুবিধা দিতে পারবেন ।এতে করে কেউ ইউজারনেম ভুলে গেলেও ইমেল দিয়ে লগিন করতে পারবে ।এর জন্য বেশি কিছু করতে হবে না ,আপনার থিম এর functions.php তে নিচের সবার নিচে   ?>   এই ট্যাগ এর পূর্বে কোডটা বসিয়ে দিন ।
email-login 



function login_with_email_address($username) {
    $user = get_user_by('email',$username);
    if(!empty($user->user_login))
        $username = $user->user_login;
    return $username;
}
add_action('wp_authenticate','login_with_email_address');
function change_username_wps_text($text){
       if(in_array($GLOBALS['pagenow'], array('wp-login.php'))){
         if ($text == 'Username'){$text = 'Username / Email';}
            }
                return $text;
         }
add_filter( 'gettext', 'change_username_wps_text' );



তারপর কী হবে দেখুন
email-login 2

আপনার একটি ওয়ার্ডপ্রেস ব্লগ আছে। সেখানে অনেকেই লেখালেখি করে বা ভবিষ্যতে করবে। আপনার সাইটে অনেকেই রেজি করে মন্তব্য করে। তাদের ঘন ঘন লগিন ...

ওয়ার্ডপ্রেস প্লাগিন প্রবেশ উইজেট দেওয়া (User Login Widget)

আপনার একটি ওয়ার্ডপ্রেস ব্লগ আছে। সেখানে অনেকেই লেখালেখি করে বা ভবিষ্যতে করবে। আপনার সাইটে অনেকেই রেজি করে মন্তব্য করে। তাদের ঘন ঘন লগিন করার দরকার পড়ে। এখন কথা হলো ম্যানুয়ালী লগিন করতে হলে ব্রাউজারে টাইপ করতে হয় .


www.আপনারসাইট.কম/wp-admin
তারপর একটি ফর্ম আসে সেখানে ব্যবহারকারী নাম আর পাসওয়ার্ড দিয়ে লগিন করতে হয়। এটা বেশ ঝামেলা এবং কষ্টসাধ্য। যদি এমন হতো সাইটের মূল পেজেই একটি উইজেট দিয়ে লগিন করা যেত! নিচে দেখুন

ঠিক সেই চিন্তা করেই আমাদের টিউটো ফোরাম টিম আপনাদের জন্য নিয়ে এলো ব্যবহারকারী প্রবেশ উইজেট নামের একটি প্লাগিন।

এটিকে আপনারা সম্পুর্ণ বাংলাতে ব্যবহার করতে পারবেন।
ডাউনলোড:
এটির বাংলা ভার্সন এবং ইংরেজি ভার্সন নিচে থেকে ডাউনলোড করুন।
ব্যবহার:
এরপর আপনারা Appearance মেন্যু থেকে Widget এ যান। এখানে ব্যবহারকারী প্রবেশ উইজেট User Online নামে একটি উইজেট পাবেন। এটিকে সক্রিয় করুন।
এরপর Settings মেন্যুর অধীনে User Login Options/ব্যবহারকারীর মেন্যু নামে একটি মেন্যু পাবেন।

ইংরেজির ক্ষেত্রে

বাংলার ক্ষেত্রে

এখানে ক্লিক করলে নিচের মত পেজ আসবে।

(ইংরেজির ক্ষেত্রে)

(বাংলার ক্ষেত্রে)

এখানকার প্রবেশ না থাকলে শিরোনাম এ ব্যবহারকারী প্রবেশ না করা থাকলে উইজেট এর শিরোনাম দিন। (প্রবেশ দিতে পারেন)
প্রবেশ করা থাকলে শিরোনাম: এ ব্যবহারকারী প্রবেশ করা থাকলে উইজেট এর শিরোনাম দিন। (ব্যবহারকারীর পাতা দিতে পারেন)
প্রবেশের পর রিডাইরেক্ট পাতা: ব্যবহারকারী প্রবেশ করার পর ড্যাশবোর্ড এ যাবে নাকি মূল সাইটে আসবে অথবা নির্দিষ্ট কোন পেজে যাবে তা নির্ধারণ করুন।
প্রস্থান রিডাইরেক্ট: ব্যবহারকারী প্রস্থান করার পর মূল সাইটে আসবে অথবা নির্দিষ্ট কোন পেজে যাবে তা নির্ধারণ করুন।
আপনি বামপাশে অনেকগুলো লিংক দেখতে পাবেন। যেগুলো ব্যবহারকারী পাতা উইজেট এ থাকবে। আপনি টিক চিহ্ন দিয়ে যেগুলো সিলেক্ট করবেন সেগুলো সক্রিয় থাকবে।
স্বাগতম বার্তা সম্পাদনা: ব্যবহারকারীকে প্রবেশের পর স্বাগতম জানাতে পারেন।
সবশেষে Done!Save All Changes/পরিবর্তন সম্পন্ন কর এ ক্লিক করুন। তারপর আপনার সাইট ভিজিট করে দেখুন। নিচের মত ব্যবহারকারী প্রবেশ উইজেট দেখতে পাবেন
ইংরেজির ক্ষেত্রে

Advertisement