আজ প্রকাশিত হল পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিকের ফল। এবছর উচ্চমাধ্যমিক পরীক্ষা দিয়েছিল ৭ লাখ ৯৮ হাজার ৭০০ জন। পাশের হার ৮৩.৬৫ শতাংশ। একনজরে দেখে নে...

২০১৬ এ উচ্চ মাধ্যমিকে শেরা দশ পরীক্ষার্থী - HS Top Ten Students

আজ প্রকাশিত হল পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিকের ফল। এবছর উচ্চমাধ্যমিক পরীক্ষা দিয়েছিল ৭ লাখ ৯৮ হাজার ৭০০ জন। পাশের হার ৮৩.৬৫ শতাংশ। একনজরে দেখে নেওয়া যাক উচ্চমাধ্যমিকে প্রথম ১০ স্থানাধিকারীর নাম।

প্রথম, স্বাগতম হালদার (৪৯৫), কলকাতা পঞ্চসায়র শিক্ষানিকেতন।

দ্বিতীয়, নভোনীল দেব (৪৯২), কোচবিহার জেকিন্স স্কুল।
দ্বিতীয়, সঞ্জয় সরকার (৪৯২), ময়নাগুড়ি সুভাষনগর হাইস্কুল।
দ্বিতীয়, স্বর্ণাভ নন্দী (৪৯২), বালুরঘাট হাইস্কুল।

তৃতীয়, নীলাঞ্জনা সাহা (৪৯০), আরামবাগ হাইস্কুল।

চতুর্থ, দীপ্তেশ লালা (৪৮৯), ইটেচুনা শ্রী নারায়ণ ইনস্টিটিউশন।
চতুর্থ, দেবজ্যোতি চট্টোপাধ্যায় (৪৮৯), বাঁকুড়া জেলা স্কুল।
চতুর্থ, শমীক মজুমদার (৪৮৯), সাউথ পয়েন্ট হাইস্কুল।

পঞ্চম, ঋত্বিক পাল (৪৮৮), বর্ধমান ভাতার MP হাইস্কুল।
পঞ্চম, নির্মাল্য ব্রহ্ম (৪৮৮), উত্তরপাড়া গভর্মেন্ট হাইস্কুল।

ষষ্ঠ, তহমিনা পারভিন (৪৮৭), কাশুদ্রারামপুর হাইস্কুল।
ষষ্ঠ, মোহনা দাস (৪৮৭), হাওড়া মুগকল্যাণ হাইস্কুল।

সপ্তম, রীতঙ্কর কুমার (৪৮৬), কালনা মহারাজা হাইস্কুল।
সপ্তম, সুহিত কর (৪৮৬), বীরভূম জেলা স্কুল।
অষ্টম, প্রত্যয় চন্দ্র (৪৮৫), তমলুক হ্যমিলটন হাইস্কুল।
অষ্টম, আকাশ চক্রবর্তী (৪৮৫), সাউথপয়েন্ট হাইস্কুল।

নবম, সংযুক্তা ঘোষ (৪৮৪), বালুরঘাট গার্লস হাইস্কুল।

দশম, আরিয়ামা সরকার (৪৮৩), বালুরঘাট গার্লস হাই স্কুল।

উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ ২৯ শে মে - WBCHSE Results 2015 West Bengal Council of Higher Secondary Education (WBCHSE):  উচ্চ মাধ্যমিক...

উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ করা হবে ২৯ মে, ২০১৫ শুক্রবার HS Result 2015

উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ ২৯ শে মে - WBCHSE Results 2015

West Bengal Council of Higher Secondary Education (WBCHSE): উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ হওয়ার ৫৮ দিনের মাথায়, আগামী ২৯ মে, শুক্রবার এ বছরের উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশিত হবে। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ জানিয়েছে, সকাল ১০ টায় আনুষ্ঠানিকভাবে ফল ঘোষিত হবে। এবারে পরীক্ষার্থীর সংখ্যা ছিল প্রায় ৮ লাখ।
এটিও পড়ুন - HS রেজাল্ট কীভাবে চেক করবেন
উচ্চ মাধ্যমিকের ফল

ফল জানতে পারবেন নিচের ওয়েবসাইটেও :

  • http://wbresults.nic.in
  • www.calcuttatelephones.com
  • www.knowyourresult.com
  • www.exametc.com
  • www.schools9.com
  • www.westbengaleducation.net
  • www.resultsout.com
  • www.kolkataeducation.net
মোবাইলে এসএমএস (SMS) এ ফল জানার জন্য WB12-এর পর স্পেস দিয়ে রোল নাম্বার লিখে ৫৪২৪২, ৫৮৮৮৮, ৫৬৭৬৭৫০ নম্বরে পাঠাতে হবে। এছাড়াও www.exametc.com ওয়েবসাইটে রোল ও মোবাইল নাম্বার দিয়ে আগাম রেজিস্ট্রেশন করলে SMS এ মারফত ফল জানতে পারবেন।
কোন সমস্যা বা জিজ্ঞাসা থাকলে কমেন্ট করুন। সরাসরি অনলাইনে সাপোর্ট পেতে ফেসবুকে যোগাযোগ করতে চাইলে এখানে ক্লিক করুন। ধ্যন্যবাদ।
Read more: http://www.computerjajot.com/2015/05/wbchse-results-2015.html#ixzz3azWKkU00

Advertisement