গুগল এ্যাডসেন্স নিয়ে নতুন করে বলার কিছু নেই। তবে গুগল এ্যাডসেন্স বাংলা ভাষা সমর্থন করে না বিধায় বাংলা ওয়েবসাইটে গুগল এ্যাডসেন্স এর বিজ্ঞা...

গুগল এ্যাডসেন্স অ্যাড বাংলা ওয়েব সাইটে যেভাবে বিজ্ঞাপন দেখাবেন

গুগল এ্যাডসেন্স নিয়ে নতুন করে বলার কিছু নেই। তবে গুগল এ্যাডসেন্স বাংলা ভাষা সমর্থন করে না বিধায় বাংলা ওয়েবসাইটে গুগল এ্যাডসেন্স এর বিজ্ঞাপন প্রদর্শিত হয় না। এছাড়াও বাংলা ভাষার ওয়েবসাইট দিয়ে গুগল এ্যাডসেন্স এ আবেদন করলে তা বাতিল হয়ে যায়। তবে চাইলে একটু চালাকি করে বাংলা সাইটে গুগল এ্যাডসেন্স এর বিজ্ঞাপন দেখানো যায়।
গুগল এ্যাডসেন্স এর আরেকটি উল্লেখযোগ্য দিক হলো একটি সচল এ্যাডসেন্স একাউন্ট দিয়ে ৫০০টি ওয়েবসাইটে বিজ্ঞাপন প্রদর্শণ করানো যায়।
এজন্য এ্যাডসেন্স এর Code Type : Synchronous মুডে নিন।


গুগল এ্যাডসেন্স অ্যাড বাংলা ওয়েব সাইটে

এবার কোড কপি করে আপনার সাইটে পেষ্ট করুন।
এখন
google_ad_width = 300;
google_ad_height = 250;
 
এর নিচে
google_language = 'en';.
 
যুক্ত করুন।

ফলে কোড হবে অনেকটা নিচের মত।
 
<script type="text/javascript">
google_ad_client = "ca-pub-xxxxxxxxxxxxxx";
google_ad_slot = "xxxxxxxxxx";
google_ad_width = 300;
google_ad_height = 250;
google_language = 'en';

</script>
<!-- 300x250 Text & Display -->
<script src="//pagead2.googlesyndication.com/pagead/show_ads.js" type="text/javascript">

// ]]></script>
 
ব্যাস, এবার দেখুন আপনার বাংলা সাইটেও গুগল এ্যাডসেন্স এর বিজ্ঞাপন দেখা যাচ্ছে। 
source - http://www.shamokaldarpon.com/4185/show-google-adsense-ads-in-bengali-website

Advertisement