আমরা সাধারনত ওয়ার্ডপ্রেস সাইটে রেজিস্টার করি নাম ,পাসওয়ার্র্ড এবং ইমেল দিয়ে কিন্তু লগিন করতে হয় শুধু নাম এবং পাসওয়ার্ড দিয়ে ।আজকে থেকে আ...

ওয়ার্ডপ্রেস সাইটে ইমেল দিয়ে লগিন এর সুবিধা যুক্ত করুন - Wordpress


আমরা সাধারনত ওয়ার্ডপ্রেস সাইটে রেজিস্টার করি নাম ,পাসওয়ার্র্ড এবং ইমেল দিয়ে কিন্তু লগিন করতে হয় শুধু নাম এবং পাসওয়ার্ড দিয়ে ।আজকে থেকে আপনি ইচ্ছা করলেই আপনার সাইটের ইউজারনেম এবং পাসওয়ার্ড দিয়ে লগিন এর সুবিধা দিতে পারবেন ।এতে করে কেউ ইউজারনেম ভুলে গেলেও ইমেল দিয়ে লগিন করতে পারবে ।এর জন্য বেশি কিছু করতে হবে না ,আপনার থিম এর functions.php তে নিচের সবার নিচে   ?>   এই ট্যাগ এর পূর্বে কোডটা বসিয়ে দিন ।
email-login 



function login_with_email_address($username) {
    $user = get_user_by('email',$username);
    if(!empty($user->user_login))
        $username = $user->user_login;
    return $username;
}
add_action('wp_authenticate','login_with_email_address');
function change_username_wps_text($text){
       if(in_array($GLOBALS['pagenow'], array('wp-login.php'))){
         if ($text == 'Username'){$text = 'Username / Email';}
            }
                return $text;
         }
add_filter( 'gettext', 'change_username_wps_text' );



তারপর কী হবে দেখুন
email-login 2

আমরা অনেকেই ওয়ার্ডপ্রেস সাইট ব্যবহার করি । কিন্তু, আমরা কখনো চাইনা আমাদের সাইট স্লো থাকুক । তাছাড়া, সাইট দ্রুত লোড হওয়া সার্চ ইঞ্জিন অপটি...

ওয়ার্ডপ্রেস সাইট দ্রুত লোড করার কিছু সাধারণ টিপস - Wordpress site

আমরা অনেকেই ওয়ার্ডপ্রেস সাইট ব্যবহার করি । কিন্তু, আমরা কখনো চাইনা আমাদের সাইট স্লো থাকুক । তাছাড়া, সাইট দ্রুত লোড হওয়া সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এর ক্ষেত্রে বেশ গুরুত্বপূর্ণ । কারন, গুগল স্লো ওয়েবসাইটকে কখনো প্রাধান্য দিবে না । অনেকেই আছেন এই বিষয়টি গুরুত্ব দেয়না । আপনার সাইট স্লো হওয়ার কারনে আপনি প্রতিদিন কত ট্রাফিক হারাচ্ছেন তা একবার ভেবে দেখেছেন?
আপনার সাইট কতটা দ্রুত লোড হচ্ছে তা আপনি এই সাইটের মাধ্যমে জানতে পারবেন ।
এবার চলুন আমরা আলোচনা করি কিভাবে ওয়ার্ডপ্রেস সাইট দ্রুত লোড করা যায়?

ভাল মানের হোস্টিং বাছাই করা

ওয়েবসাইট দ্রুত লোড হওয়ার জন্য ভাল মানের হোস্টিং বাছাই করতে হবে । অনেকেই আছেন যারা সামান্য টাকার জন্য খারাপ হোস্টিং ব্যবহার করেন । তবে, টাকা বেশি হলে-ই হোস্টিং ভাল হবে এমন কোন কথা নেই । তাই, হোস্টিং কেনার আগে ভালভাবে যাচাই করে হোস্টিং ক্রয় করুন ।

ওয়ার্ডপ্রেস থিম নির্বাচন

ওয়ার্ডপ্রেস সাইট ফাস্ট করার জন্য আপনাকে একটি ভাল থিম নির্বাচন করতে হবে । কেননা, অনেক থিম আছে যেগুলো আপনার সাইট স্লো করে দিতে পারে । ফ্রি থিম ব্যবহার করার পূর্বে থিমের রিভিউ দেখে নিতে পারেন । প্রয়োজনে, আপনি যদি ডিজাইনার হোন তাহলে আপনি ওয়ার্ডপ্রেস থিম তৈরি করে নিতে পারেন ।

সঠিক প্লাগিন ব্যবহার করা

কিছু প্লাগিন আছে যা আপনার ওয়ার্ডপ্রেস সাইটের গতি কমিয়ে দিতে পারে । এক্ষেত্রে, ত্রুটিপূর্ণ প্লাগিন ইন্সটল করা থেকে বিরত থাকুন । আপনি চাইলে, বিকল্প প্লাগিন ইন্সটল করতে পারেন । এছাড়া, ওয়ার্ডপ্রেস প্লাগিন ইন্সটল করার পূর্বে রিভিউ ও রেটিং দেখে নিতে পারেন ।

কম সংখ্যক প্লাগিন ব্যবহার করা

ওয়ার্ডপ্রেস সাইটে প্লাগিন ব্যবহার করার প্রয়োজনীয়তা অপরিসীম । তাই বলে এই নয় যে, আপনি অপ্রয়োজনীয় প্লাগিন ব্যবহার করবেন । যথাসম্ভব, কম প্লাগিন ব্যবহার করুন । এছাড়া, প্লাগিন ব্যবহার করা ছাড়া কোডিং এর মাধ্যমে ওয়ার্ডপ্রেস সাইটে অনেক কাজ শেষ করা যায় ।

হোমপেইজ হালকা রাখা

ওয়েবসাইটের হোমপেইজ এ এমন কোন কন্টেন্ট রাখা উচিত নয় যা ওয়েবপেইজ স্লো করে । তাই, হোমপেইজ যথাসম্ভব হোমপেইজ এ কন্টেন্ট কম রাখুন । এক্ষেত্রে, হোমপেইজ এ ১০-১৫ টি পোস্ট রাখতে পারেন । আর অতিরিক্ত ওইজেট রেজিস্টার করবেন না ।

ওয়ার্ডপ্রেস আপডেট করা

ওয়ার্ডপ্রেস সাইট দ্রুত লোড করার জন্য ওয়ার্ডপ্রেস নিয়মিত আপডেট করা উচিত । এছাড়া, ওয়ার্ডপ্রেস এর থিম & প্লাগিন নিয়মিত আপডেট করা উচিত । ওয়ার্ডপ্রেস এর থিম & নিয়মিত আপডেট করলে ওয়ার্ডপ্রেস সাইট নিরাপদ থাকবে । কারণ, একজন ডেভেলপার বেশীরভাগ তখনই থিম & প্লাগিন আপডেট করেন যখন থিম কিংবা প্লাগিন এ কোন ত্রুটি খুঁজে পান । তাই, ওয়ার্ডপ্রেস এর থিম ও প্লাগিন নিয়মিত আপডেট করা উচিত ।
এছাড়া, ওয়ার্ডপ্রেস সাইট দ্রুত লোড করার আরও কিছু কৌশল রয়েছে । আমি পরবর্তীতে এসব নিয়ে আলোচনা করবো । আশা করি টিপসগুলো মেনে চলবেন । ধন্যবাদ সবাইকে মনোযোগ সহকারে আমার পোস্ট পড়ার জন্য । কোন প্রশ্ন থাকলে কমেন্ট করবেন ।
সোর্স- আইটি প্রতিদিন

Advertisement